দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০১৯ সালে লোকসভা ভোটে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পরে মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসের সরকার মুছে গিয়েছে। এবার রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট সরকারও বেশ ফাঁপড়ে পড়ে গিয়েছে। মরুরাজ্যে চলছে হাই ভোল্টেজ রাজনৈতিক ড্রামা। বিজেপির বিরুদ্ধে রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট সরকারকে ক্ষমতাচ্যুত করার নোংরা রাজনীতির অভিযোগ তুলে কংগ্রেস সোমবার দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস দল সূত্রে জানা গিয়েছে, সকাল ১১ টার সময়ে কংগ্রেসের দলীয় সমর্থকেরা নিজ নিজ রাজ্যের রাজভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবে। এরই সঙ্গে ওইদিনই সকাল ১০ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে হাতিয়াড় করে প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস বিজেপির অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক পদক্ষেপ নিয়ে ভিডিও পোস্ট করবে।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দলের সোমবারের কর্মসূচি নিয়ে দলীয় সাংসদ, বিধায়ক, পুরসভা এবং পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বদের জানিয়ে দেওয়া হয়েছে।
বস্তুত মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাওয়ার পর রাজস্থানে সরকার টিকিয়ে রাখাটাই সোনিয়া গান্ধীর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে সামনে এসেছে। প্রসঙ্গত রাজস্থানে শচীন পাইলট সহ ১৮ জন বিধায়ক কংগ্রেসের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টের নির্দেশে আপাতত শচীন পাইলট সহ বিদ্রোহী নেতাদের বিধায়ক পদ খারিজ হয়ে যায়নি। আগামী ২৭ জুলাই রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশীর আবেদন নিয়ে শুনানি রয়েছে।
এরই মধ্যে শুক্রবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘনিষ্ঠ বিধায়কদের সঙ্গে নিয়ে পাঁচ ঘন্টা ধরে রাজস্থানের রাজভবনের লনে ধর্ণা বিক্ষোভে বসে পড়েন। শেষে রাজ্যপাল কলরাজ মিশ্র সংবিধানের সমস্ত দিক বিবেচনার আশ্বাস দিলে ধর্ণা, বিক্ষোভ উঠে যায়। সম্প্রতি শচীন পাইলট সহ ১৮ জন বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে তোপ দেগে বসেন। ফলে মরুরাজ্যে কংগ্রেসের সরকার টলমল করতে শুরু করে। অশোক গেহলটের নেতৃত্বতে রাজস্থানের কংগ্রেস সরকার আদৌ সংখ্যাগোরিষ্ঠ কিনা প্রশ্ন উঠতে শুরু করে। তাই দ্রুত বিধানসভার অধিবেশন ডেকে আস্থা ভোটে যেতে চায় রাজস্থানে কংগ্রেস সরকার। কংগ্রেস দাবি করছে, সংখ্যাগোরিষ্ঠতা প্রমাণের ম্যাজিক ফিগার রয়েছে তাদের কাছে। কিন্তু সংসদীয় গণতন্ত্রে অনাস্থা প্রস্তাব এলে তবেই আস্থা ভোটে যাওয়ার প্রক্রিয়া হয়ে থাকে। কিন্তু রাজস্থানে বিজেপি বা অন্যান্য দল কংগ্রেসের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে এখনও বিধানসভার স্পিকারকে অনাস্থা প্রস্তাব পেশ করেনি।
এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস রাজস্থানে অশোক গেহলট সরকারকে ক্ষমতাচ্যুত করার ইস্যুকে সামনে রেখে ফের একবার বুদবুদ করে জাতীয় রাজনীতিতে নিজের হারিয়ে যাওয়া প্রাসঙ্গিকতাকে ফিরিয়ে আনতে চাইছে সোমবারে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে।