দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ বিশেষ সুত্রে জানা গিয়েছে ব্রিটেন-ফেরত ছ’জন যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ। আর চিন্তার বিষয় এই যে তাঁদের শরীরে করোনার নতুন প্রজাতির হদিশ মিলেছে। এখনো অবধি যা খবর রয়েছে তাতে এদের মধ্যে তিনজন আছেন বেঙ্গালুরুতে। দু’জন আছেন হায়দরাবাদে। অপরজন আছেন পুণেতে।
(বিস্তারিত আসছে)