দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চিকমাঙ্গালুরুর এলাকার রেল লাইন থেকে মিললো কর্ণাটক বিধান পরিষদের উপাধ্যক্ষ এস এল ধর্মেগৌড়ার মৃতদেহ। পাশে পড়া সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চিকমাঙ্গালুরুর কাদুর এলাকায় পাওয়া গিয়েছে উপাধ্যক্ষের মৃতদেহ। পাশে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর গতকাল রাতেই হঠাৎ নিজের বাড়ি থেকে বেরিয়ে যান জনতা জলের সদস্য ধর্মেগৌড়া। অনেক সময় কেটে যাবার পরেও বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের। তৎক্ষনাত পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। এরপর পুলিশের খোঁজে রেল লাইনের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা।
সুইসাইড নোট অনুযায়ী প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে তদন্ত না করে এখনই কিছু স্পষ্ট করে জানাতে নারাজ তারা।তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান এইচ ডি দেবেগৌড়া। তিনি বলেন, “এই খবর শুনে আমি খুব আঘাত পেয়েছি। তিনি অত্যন্ত সজ্জন ও ঠান্ডা মাথার মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে রাজ্য ও দলের খুব বড় ক্ষতি হয়েছে। ভগবান তাঁর পরিবারের পাশে থাকুক।”