দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অসামান্য প্রকৃতির মধ্যে এবার আরও মনোরম হয়ে উঠতে চলেছে ট্রেন যাত্রা। চালু হচ্ছে উচ্চগতিসম্পন্ন ‘ভিসতাডোম টুরিস্ট কোচ’। ভারতে তৈরি সেই কোচে রয়েছে দারুন সুবিধা। একনজরে দেখে নিন সেই কোচের ছবি ও বৈশিষ্ট্যগুলি-
এবার প্রকৃতির আনন্দ উপভোগ করতে করতেই ট্রেন যাত্রা। হ্যাঁ, ভারতীয় রেল যাত্রা আরও মনোরম হতে চলেছে। ইতিমধ্যে সেই লক্ষ্যে চেন্নাইয়ে ভারতীয় রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) উচ্চগতিসম্পন্ন ‘ভিসতাডোম টুরিস্ট কোচ’ তৈরি করেছে। ইতিমধ্যে ট্রায়ালে সেটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটতে সফল হয়েছে।


‘ভিসতাডোম টুরিস্ট কোচ’-এর কোচের বড় প্রাপ্তি এতে বড় বড় কাঁচের জানালা আছে। রয়েছে স্পেশাল লাউঞ্জ। এই কোচের বসার আসনও ঘোরানো যাবে ১৮০ ডিগ্রি । তার ফলে চতুর্দিকের অসামান্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। এই ভাবনা অনেকটাই জাপানের আদলে কোচে ৪৪ টি আসন বা সিট আছে। কাঁচের জানালাও তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল ফ্যাক্টরিতে। তাতে রয়েছে ল্যামিনেট করা শিট। যার ফলে কাঁচ ভেঙে যাবে না।


তবে সব যায়গাতে এই কোচের আনন্দ নেওয়া যাবে না এই মূহুর্তে শুধুমাত্র পর্যটন কেন্দ্রগুলিতে ‘ভিসতাডোম টুরিস্ট কোচ’ চালু করা হবে। দাদার ও মাদগাঁ, আরাকু ভ্যালি, কাশ্মীর উপত্যকা, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কালকা-শিমলা রেলওয়ে, কাংরা ভ্যালি রেলওয়ে, মাথেরান রেলওয়ে এবং নীলগিরি মাউন্টেন রেলওয়েতে সেই কোচ চলবে। এই কোচে ওয়াই-ফাই নির্ভর ঘোষণার ব্যবস্থা থাকবে।






ছবি:পীয়ূষ গোয়েলের ফেসবুক পেজ