দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:শুধু খেলার মাঠ নয়, বাইশ গজের বাইরে সামাজিক জীবনেও হরভজন সিং একজন সুপার রাইট আর্ম স্পিনার। আমরা তাঁকে খেলার মাঠে বল হাতে রেগে গিয়ে ব্যাটস ম্যানের দিকে তেড়ে যেতে দেখেছি বা ব্যাট হাতে বোলারের ওপর রাগ করে ছয় মারতে কিন্তু আজ ট্যুইটারে তাঁর সেই স্ট্রেট ফরওয়ার্ড অ্যাটিচুডের সাক্ষী রইল নেটিজেনরা আর বোল্ড হলেন আদানী বিদ্যুত্ পরিষেবা কোম্পানী।
আজ সকল দশটা নাগাদ হরভজন সিংহ ট্যুইট করেন যে তাঁর কাছে আদানী ইলেক্ট্রিসিটি একটি মোবাইল অ্যালার্ট পাঠিয়েছেন, তাঁর বকেয়া বিল ৩৩,৯০০ টাকা। এবং তাঁকে মোবাইলের মাধ্যমে এই বিল পে করার পরামর্শ দেওয়া হয়েছে। বিলের প্রদেয় রাশির পরিমাণ দেখে হরভজন সিংহ যারপরনাই অবাক হয়েছেন এবং তিনি লিখেছেন “ইতনা বিল পুরে মহল্যে কা লাগা দিয়া ক্যা?” অর্থাত্ তার মতে এত টাকা বিল সাধরণত পুরো এলাকার মানুষের হওয়া সম্ভব। হরভজনের এই ট্যুইট টি মূহুর্তে ভাইরাল হয়েছে। ৭.৪ হাজার লোক লাভ রিয়েক্ট করেছেন, ৮০৯ জন রি-ট্যুইট করেছেন এবং ৩৪৫ জন কমেন্ট করেছেন।
তাঁর এই ট্যুইট দেখা মাত্রই আদানী ইলেক্ট্রিসিটিও ট্যুইট করেন, তারা লিখেছেন যে “প্রিয় হরভজন,আমরা যে কোনও অসুবিধার কারণে আমরা অনুশোচনা অনুভব করছি এবং আপনার খরচ কীভাবে গণনা করা হয়েছে তা বুঝতে আপনাকে সহায়তা করার সুযোগ চাই। দয়া করে আপনার যোগাযোগের তথ্য ডিএম-এ আমাদের সাথে ভাগ করুন এবং আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব”।
আদানী ইলেক্ট্রিসিটির এই জবাব কে হাস্যকর বলে মনে করছেন নেটিজেনরা, তারাও বিভিন্ন মীম তৈরি করে কটাক্ষ করছেন একে একে। প্রসঙ্গত উল্লেখ্য যে দেশের মানুষের কাছে পরিমানের তুলনায় বড় ইলেকট্রিক বিল আসা কোনও নতুন বিষয় নয়। বিশেষ করে লকডাউন পিরিয়ডে দেশের প্রায় সমস্থ মানুষের কাছেই অতিরিক্ত বিলের বোঝা বাড়ছে।
ইতিমধ্যে মুম্বাই এও ইলেকট্রিক বিলের বোঝা ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন।
এই মাসেই মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একজন অবসর প্রাপ্ত সরকারী আধিকারিকের বাড়িতে ২০,০০০ টাকার বিল এসেছে যেখানে তার মাসিক বিলের খরচ ১০০০ টাকার আসে পাশে। এমন কী লকডাউন পিরিয়ডে দোকান পাট বন্ধ থাকলেও চার-পাঁচ হাজার টাকা বিল আসার বিষয়টা এখন জলভাত হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন মধ্যপ্রদেশের এক দোকানি।
আমাদের কলকাতাতেও গত কয়েক সপ্তাহ ধরেই সিইএসসির চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিল নিয়ে বিক্ষোভ, আন্দোলন চলছে। ট্যুইটারে বিগত ২১ তারিখ থেকেই মানুষ অতিরিক্ত বিল আসা নিয়ে মীম তৈরি করে ক্ষোভ প্রকাশ করছেন যা ট্রেন্ড করছে। অভিনেত্রী তাপসী পাননুও ২৯ সে জুন আদানী ইলেক্ট্রিসিটির বিরুদ্ধে ১০ গুণ বিল পাঠানো নিয়ে ট্যুইট করে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর প্রদেয় বিলের পরিমাণ ৩৬,০০০ টাকা! এই বিষয়ে আরও উল্লেখ্য যে গত জুন মাসের ৩ তারিখ উত্তর প্রদেশের এক বাসিন্দা মাত্র ২ কিলোওয়াট বিদ্যুত্ খরচের জন্যে ১২৮ কোটি টাকার বিদ্যুত্ বিল পেয়েছেন। যদিও এই ভয়ানক বিলটি প্রযুক্তি গত ত্রুটির কারণে এমন হয়েছিল বলে জানিয়েছে উত্তর প্রদেশের বিদ্যুত্ দপ্তর তবুও বিদ্যুত্ বন্টন কোম্পানী