দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কলকাতায়। জানা গেছে আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে ১২৫ তম জন্ম বার্ষিকীতে কলকাতায় আসতে পারেন তিনি। প্রথমে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করার কথা বলা হলেও এখন সশরীরে তিনি বাংলায় আসতে পারেন বলে শোনা জানা যাচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী আম্ফান বিধ্বস্ত বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে চলতি বছরের ২২মে রাজ্যে এসেছিলেন।
আরো পড়ুন:কেন্দ্র-কৃষক বৈঠকে মিলল না সমাধান সুত্র! এমএসপি (MSP) নিয়ে নতুন আইন হবে কিন্তু তিনটি আইন বাতিল নয়!
উল্লেখ্য সদ্য রাজ্য সফরে আসা অমিত শাহের সভার পরেই গতকাল পাল্টা হিসাবে বোলপুরে মেগা রোড শো করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বোললপুরে পদযাত্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা রবীন্দ্রনাথের ছবি আঁকড়ে ধরে হেঁটেছেন মুখ্যমন্ত্রী। তারপর উপচে জনসভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন বিজেপি বাংলার মনিষীদের সম্মান করে না।তিনি বলেন ‘‘বিবেকানন্দের গলায় মালা দিলেই হবে না। বিবেকানন্দকে শ্রদ্ধা করে না, রবীন্দ্রনাথ, নেতাজিকে সম্মান করে না। গাঁধীজিকে যে খুন করল, সে ওদের নেতা।’’ এরপরেই আজ নেতাজির জন্মদিনে বাংলায় প্রধানমন্ত্রীর আসার খবর নিঃসন্দেহে বিজেপির পাল্টা জবাব বলে মনে করছে রাজনৈতিক মহল।


অপরদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোর্ট ব্লেয়ারে পতাকা উত্তোলনের ৭৫ তম বার্ষিকীতে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্মরণ করেএকটি টুইট বার্তায় লিখেছেন,” ৩০ শে ডিসেম্বর, ১৯৪৩, প্রতিটি ভারতীয়ের স্মৃতিতে আজকের দিনটি এমন একটি স্মরণীয় দিন যেদিন বীর , সাহসী নেতাজি সুভাষচন্দ্র বোস পোর্ট ব্লেয়ারে পতাকা উত্তোলনের গৌরব অর্জন করেছিলেন।


বাংলায় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রণনীতি সাজাচ্ছে বিজেপি।তাই এবার শুধুমাত্র রাজ্য বিজেপি নেতৃত্বের ওপর ভরসা না রেখে দিল্লি থেকে নিয়মিত আসছেন কেন্দ্রীয় নেতৃত্বরা।এবার থেকে জানুয়ারি পর্যন্ত বাংলায় প্রতিমাসে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।আগামী ৯ জানুয়ারি বাংলায় আসছেন নাড্ডা। থাকবেন ২-৩দিন। যদিও তাঁর সফরসূচি এখনও চূড়ান্ত নয় তবুও সূত্রের খবর তিনি বোলপুরে একটি জনসভা করতে পারেন। আর অমিত শাহ আসছেন নাড্ডা চলে যাওয়ার ঠিক এক সপ্তাহ বাদেই। অমিত শাহ’র সম্ভাব্য সফর শুরু হতে পারে ১৯ তারিখ থেকে। তিনিও ২-৩ দিন থাকবেন বাংলায়। শাহ’র এবারের সফরসূচিতে ঠাকুরনগরে একটি সভা থাকতে পারে।