দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, “পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি ও উত্তরাখণ্ডের একাধিক অংশে আগামী তিনদিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে। উত্তরপ্রদেশ ও রাজস্থানেও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা কমে প্রায় ৩.৬ ডিগ্রি হয়ে গিয়েছে।”
রাজ্যজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে শীত। দেশের একাধিক জায়গায় কনকনে শীতের প্রভাব পড়ে গিয়েছে ইতিমধ্যেই। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত হয়েছে জাঁকিয়ে৷ আর এই তুষারপাতের কারণে উত্তরভারতের বিভিন্ন রাজ্যে পড়েছে হাড় কাঁপানো ঠান্ডা।
মৌসম বিভাগের তরফে আরোও জানানো হয়েছে যে, ‘আগামী দু’দিন, উত্তর-পূর্ব ও মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে।’ আইএমডি-র (IMD) পূর্বাভাস অনুযায়ী, ৩১ ডিসেম্বরের পর এই সমস্ত এলাকায় তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে৷এবং এর সঙ্গেই চলবে কোল্ড ওয়েভ।
মৌসুম বিভাগ এর জানানো তথ্য অনুযায়ী, বর্ষবরণের রাতে বাড়তে চলেছে ঠান্ডার স্পেল। জমজমাটি বর্ষবরণে আরও একবার কনকনে ঠান্ডার আবেশে ভাসতে চলেছে গোটা কলকাতাবাসী। আগামী ২৪ ঘন্টার পর থেকে মধ্য ভারতের তাপমাত্রা কমবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের একাংশে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বিশেষ করে পশ্চিমা জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।