নতুন বছরে জিও-র নতুন ধামাকা অফার

0
84

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:নতুন বছরের মুখে জিও গ্রাহকদের জন্য সুখবর। আগামীকাল অর্থাৎ পয়লা জানুয়ারি থেকেই জিও থেকে জিও শুধু নয় দেশের অন্য যে কোনও অপারেটরের নেটওয়ার্কেও করা যাবে আনলিমিটেড ফ্রি কল।কারণ পূর্ব প্রতিশ্রুতি মতোই ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ (আইইউসি) তুলে নিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি।


এদিন রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে “কথা রাখলাম। অন্তঃদেশিয় অফ নেট ফোনকলের খরচ শূন্য করে দেওয়া হল। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।”



উল্লেখ্য প্রথমদিকে ভারতের মোবাইল নেটওয়ার্ক ব্যাবস্থা কে একেবারে নিজের পকেটে পুরে নিতে ফ্রি ইন্টারনেট এবং ফ্রি কল চালু করেছিল জিও। যার ফলে বাজারের অনান্য নেটওয়ার্ক গুলো একেবারে মুখ থুবড়ে পড়েছিল।কিন্তু এরপরই হঠাৎ করে ট্রাই-এর নিয়মের বেড়াজালে জড়িয়ে পড়ে জিও।২০১৯ এর সেপ্টেম্বরে বিল অ্যান্ড কিপ ব্যবস্থা রূপায়ণের সময়সীমা ২০২০-র ১ জানুয়ারির পর বাড়িয়ে দিয়েছিল ট্রাই(টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার ) । ফলে জিও- ও বাধ্য হয়ে গ্রাহকদের কাছ থেকে চার্জ নেওয়া শুরু করে। আইইউসি-র চার্জ কাটা হত যে রেটে, সেই রেটেই অফনেট ভয়েস কলে চার্জ কাটতে শুরু করে তারা। যদিও জিও তারপর থেকেই গ্রাহকদের,জানিয়ে আসছিল ট্রাই আইইউসি চার্জ তুলে নিলেই আগের অবস্থা ফিরিয়ে আনা হবে।


এরপর সেই কথামতোই আগামীকাল থেকেই ট্রাই নির্দেশানুসারে  বিল ও কিপ জমানা শুরু হতে চলেছে। ফলে যাবতীয় ঘরোয়া ভয়েস কলের ক্ষেত্রে আইইউসি বন্ধ হয়ে যাচ্ছে।সেই সঙ্গে জানানো হয়েছে ভিন্ন নেটওয়ার্কে অন-নেট কল ফ্রি-ই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here