দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তুলে দিয়েছে অনেক প্রশ্ন। আত্মহত্যা না পরিকল্পিত মার্ডার সে প্রশ্ন মুম্বাই প্রশাসনের হাতে থাকলেও নেপোটিজম, গ্যাংবাজি, আয়সোলেশন সহ এককাধিক অভিযোগ আদতেই বার বার একটাই ইঙ্গিত্ করছে, আসলে কী বলিউড সৃষ্টিশীল মানুষের একটি স্বর্গদ্যান না আসলেই সেটি মাফিয়াদের অঙ্গুলীহিলনে চলা এক বিশালকায় নরক হয়ে উঠেছে। যার আগুনে অনিচ্ছাকৃত পুড়ে মরতে হচ্ছে নতুন ও ‘বহিরাগত’ অসাধারণ ট্যালেণ্ট দের?
সুশান্ত সিংহ রাজপুতের নি:শব্দে চলে যাওয়ার পর বলিউডের সেই সব তথাকথিত ডনেদের বিরুদ্ধে কঙ্গনা রৌনাওয়াত, অনুভব সিংহ, অভিনব কাশ্যপের পর এবার কিংবদন্তী সঙ্গীত পরিচালক এ আর রহমান মুখ খুললেন এই বিষয়ে। তিনি বেশ আক্রমণাত্মক সুরে বলেছেন, তাঁকে বলিউড থেকে তাড়াতে বিরাট একটা গ্যাং সক্রিয়। তাঁর এই ক্ষোভপ্রকাশের পর এই বিশ্ববন্দিত শিল্পীর পাশে দাঁড়ালেন বলিউডের প্রখ্যাত চিত্রনির্মাতা শেখর কাপুর।
উল্লেখ্য সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর যেমন বলিউডের একটি বিশেষ অংশকে শেখর কাপুর ইশারা করেছিলেন ঠিক তেমনিই রহমানের উদ্দেশে তিনি যা বললেন, তাতে অভিযোগের আঙুল সেই বলিউডের দিকেই।
রহমান শুধু আমাদের দেশের মানী সংগীতজ্ঞ নন। তাঁর পরিচিতি সারা বিশ্বে। একাধিক জাতীয় পুরস্কার থেকে শুরু করে অস্কারের মঞ্চ মাতিয়ে আসা সঙ্গীত পরিচালক এ আর রহমান সম্প্রতি একটি সাক্ষাত্কারে বলেছেন, তিনি বলিউডের একটি প্রভাবশালী গোষ্ঠীর কুনজরের রয়েছেন।
তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা উদ্ধৃত করে বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় গ্যাং রয়েছে, যাঁরা আমার সম্পর্কেও বহু গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আসলে সব ছবি কে ‘হ্যাঁ’ না বলাকে কেন্দ্র করেই এরা এই গুজব ছড়িয়েছে।’
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি, মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’-র সঙ্গীত পরিচালনা করেছেন রহমান। এ বিষয়ে তিনি বলেন, ‘যখন মুকেশ ছাবড়া আমার কাছে আসে তাঁকে দু দিনে আমি চারটি গান দিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, “স্যার, বলিউডে অনেকেই বলেছিল, রহমানের কাছে যেও না পাত্তা দেবে না এবং আমাকে বিভিন্ন কথাও শুনিয়েছেন”।
রহমান বলেন- “আমি একথা শোনার পর বুঝতে পারি, কেন আমি ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পাই না। একটি বড় চক্র গোপনে আমার বিরুদ্ধে কাজ করছে এবং আমার অজান্তেই ক্রমশ আমার কেরিয়ারের ক্ষতি করে চলেছে।’
“অস্কার জয় করাই রহমানের ক্ষেত্রে বেশি সমস্যা সৃষ্টি করছে”। রহমানের এই কথার প্রতিক্রিয়া জানিয়ে শেখর কাপুর এই উক্তি করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরও এই একি রকমের গুজব ছড়ানো গ্যাং এর বিষয় উঠে এসেছিল। যারা রহমানের মতই ওই অভিনেতা কে একঘরে করে দেওয়ার নোংরা খেলায় মত্ত ছিল।