দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:দেশে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন।সূত্রের খবর সম্প্রতি দিল্লিতে ব্রিটেন ফেরত ৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জানা গেছে ওই সংক্রামিতদের মধ্যে ৭ জনের নমুনায় করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। ফলে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে নতুন করোনা স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ এ।
আরো পড়ুন:দারুন উপহার নববর্ষে! অক্সফোর্ড করোনা ভ্যাকসিন কে অনুমোদন ভারত সরকারের
এবিষয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, সম্প্রতি বিলেত ফেরত মোট ৩৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের LNJP হাসপাতালের মধ্যে পৃথক ইনস্টিটিউশনাল আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তিনি জানিয়েছিলেন, আক্রান্তদের মধ্যে চার জন ব্রিটেন থেকে কোভিড-১৯ এর নয়া স্ট্রেন বয়ে এনেছেন। বিদেশ থেকে ফিরে এই চার জন যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদেরও চিহ্নিত করে কোভিড টেস্ট করা হয়েছে। কিন্তু, রিপোর্টে কিছু ধরা পড়েনি। ফলে, দিল্লিতে এই চার জনই কোভিডের নয়া স্ট্রেনে আক্রান্ত।
এরপর সন্ধ্যায় দিল্লি আপ সরকারের এক আধিকারিক জানান, চার জন নয়, দিল্লিতে নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হয়েছে। এর মধ্যে চার জনের বাড়ি দিল্লিতে। বাকিরা অন্যত্র থাকেন। তবে এদিন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সবাইকে আশ্বস্ত করতে জানান যাঁরা ব্রিটেন থেকে দিল্লি ফিরেছেন, তাঁদের প্রত্যেককে খুঁজে বের করে চিহ্নিত করার কাজ চলছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশে সুস্থতার হার ৯৬ শতাংশ পেরিয়েছে।যা এই মুহুর্তে নিঃসন্দেহে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দেশবাসীকে।
তবে এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন ,ব্রিটেনেই যেহেতু করোনার স্ট্রেইন সেপ্টেম্বরে দেখা দিয়েছিল তাই নভেম্বর বা ডিসেম্বরের শুরুর দিকেই ভারতে করোনার নতুন স্ট্রেইন ঢুকে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে ভারতে সুস্থতার হার বেশি হওয়ায় স্ট্রেইনটি ভারতে এখনও পর্যন্ত তেমন সংক্রমণ ছড়াতে পারেনি বলে জানান তিনি।