28 C
Kolkata
Monday, October 2, 2023
More

    অবশেষে ভারতে আসছে দীর্ঘ প্রতীক্ষিত ‘রাফালে’ বিমান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ANI) এর খবর অনুযায়ী আজ বুধবার দীর্ঘ প্রতীক্ষিত পাঁচটি রাফালে যুদ্ধবিমান আম্বালায় ভারতীয় বিমানবাহিনীর বহরে যোগ দিতে ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে উড়ান দিয়েছে।

    ফ্রান্সের মেরিগানকের একটি বিমানবন্দর থেকে ফ্রান্সে নিযুক্ত  ভারতীয় রাষ্ট্রদূত পতাকা প্রদর্শন করে এই যুদ্ধবিমানটিকে বিদায় জানান যেখানে তিনি ভারতীয় ক্রু’দের পাশাপাশি ভারতে ফেরার উদ্দেশ্যে অপেক্ষমান যাত্রীদের সাথেও কথা  বলেন।

    ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বেলা ১২ টা নাগাদ ট্যুইট করা হয়েছে যে , “নতুন রাফালে বিমান ভারতের আকাশ বাহিনীর সামগ্রিক দক্ষতায় কৌশলগত গভীরতা এবং প্রবল শক্তি যুক্ত করবে। সেই উদ্দেশ্যেই তারা আজ ফ্রান্স থেকে বর্ধমান ভারতীয় বিমান বহরে যোগ দিতে উড়ে আসছে”।

    আজ ভারতে যে পাঁচটি বিমান আসছে সেখানে সাতজন ভারতীয় পাইলটকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের মধ্যে একজন গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার।

    প্রসঙ্গত উল্লেখ্য যে ২০১৬ সালে ৬০,০০০ কোটি টাকার বিনিময়ে ৩৬ টি রাফালে জেট অধিগ্রহণের জন্য ভারতের দ্বারা বৃহত্তমতম প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্সের  দাসল্ট এভিয়েশন সংস্থার সাথে। সেই চুক্তি অনুসারেই এই সংস্থা ভারতীয় পাইলটদের রাফালে বিমান চালনার প্রশিক্ষণ দিয়েছেন।

    বিমানটি ভারতে উড়ে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরশাহির একটি ফরাসী ঘাঁটিতে প্রথম নামবে।  সেখানে নামার আগে ফরাসী বিমানবাহিনীর ট্যাঙ্কার বিমানটি গ্রীস বা ইস্রায়েলের আশেপাশের কোথাও সমুদ্রের ওপরেই উড়ন্ত অবস্থায় জ্বালানী ভরে দেবে।

    বিদেশে থামার পরে সেখান থেকে সেটিকে অম্বালার দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং ২৯ শে জুলাই সকালের মধ্যেই সেটিকে অম্বালার বিমান বাহিনীর বহরে পৌঁছে দেওয়া হবে ।

    যদিও ইতিপূর্বে এই যুদ্ধবিমানের সরবরাহ মে মাসের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল তবে ভারত ও ফ্রান্স উভয় দেশেরই কোভিড -১৯ পরিস্থিতি বিবেচনা করে এর ডেলিভারী দু মাস পিছিয়ে জুলাই মাসে করা হয়।

    এই বিমানের প্রশিক্ষকরা বিমান বাহিনী প্রধান আর কেএস ভাদৌরিয়ার সম্মানে RB সিরিজের ট্রেইল নম্বর রাখবেন যিনি  এই ৩৬ টি রাফালে যুদ্ধ বিমান কেনার জন্য ভারতের বৃহত্তমতম প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

    এয়ার চিফ মার্শাল ভাদৌরিয়া সেই সময় বিমান বাহিনীর ডেপুটি চিফ ছিলেন এবং এই সমঝোতার জন্য ভারতীয় আলোচনার দলের মূল নেতৃত্বে ছিলেন যা ভারতের অর্থনীতির ইতিহাসে এখনও পর্যন্ত বৃহত্তম সামরিক চুক্তি হিসেবে পরিচিত।

    দূরপাল্লার উল্কা-বায়ু থেকে বায়ু  ক্ষেপণাস্ত্র এবং SCALP দিয়ে সজ্জিত এই রাফালে বিমান ভারতীয় বিমান বাহিনীর হামলা করার সামর্থ্যে পাকিস্তান এবং চীন উভয়েরই উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করবে।

    সূত্র মারফত্‍ জানা গিয়েছে, রাফালে বিমান বায়ু থেকে বায়ু এবং বায়ু থেকে স্থলাঘাতের ক্ষমতা রাখে যা চীন ও পাকিস্তান উভয়ই দেশের জন্যেই চিন্তার এবং এই বিমানটি ভারতকে  তার উভয় প্রতিদন্ধীর তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলবে।

    ভারতে অবতরণের কয়েক দিনের মধ্যে এই বিমান গুলোকে পুরোপুরি কার্যকর করার জন্যে এতে রাফালে হ্যামার ক্ষেপণাস্ত্রগুলি লাগানো হবে  যা যে কোনও ধরণের সামরিক অপারেশন চালাতে সক্ষম এবং ৬০-৭০ কিলোমিটারের  সীমার মধ্যে স্থিত যে কোনও লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারঙ্গম।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    চলতি আইএসএলে জয়যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজে থেকে খেলতে নেমেছিল হায়দরাবাদ। তার কারণ এটাই তাদের প্রথম...

    জানেন ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি ? উপসর্গ দেখে সতর্ক হোন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ডেঙ্গির জ্বর মৃদু ও গুরুতর উভয় ধরনের হতে পারে। এমন পরস্থিতিতে এর লক্ষণও...

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...