28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    আধার কার্ড না থাকলে ধরা পরবে না করোনা

    শুনতে অবাক লাগলেও আসলে বিষয়টা একদম সত্যি। এবার করোনা ভাইরাসের পরীক্ষা করতে বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। এমনই নির্দেশ জারি করেছে রাজস্থান সরকার। একটি সরকারী নির্দেশে বলা হয়েছে কোভিড ১৯ পরীক্ষার ক্ষেত্রে আধার কার্ড এর নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক।

    সেক্ষেত্রে রাজস্থানের কোনও ব্যক্তি সরকারী বা বেসরকারী যেকোনো ল্যাবে করোনার পরীক্ষা করালেই তাঁকে RT-PCR অ্যাপে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের তথ্য জমা দিতে হবে। এক্ষেত্রে যার করোনা পরীক্ষা হচ্ছে, তার যদি নিজের আধার কার্ড না-থাকে, তাহলে তাকে পরিবারের বড় কোনও সদস্যের আধার কার্ডের নম্বর দাখিল করতে হবে।

    এ ছাড়াও এই নয়া নির্দেশিকা অনুযায়ী, কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া বাধ্যতামূলক করছেন রাজস্থান সরকার। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা গবেষণাগারগুলিকে এমনটাই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারী আধিকারিকদের দাবী এক দিনে ৪০,০০০-এরও বেশি করোনা পরীক্ষার ক্ষমতা রয়েছে এই রাজ্যের।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে রাজস্থানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬,৮৭৮ জন। এদের মধ্যে এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ১০,০৮৪জন। সেরে উঠেছেন ২৬,১২৩ জন। মৃত্যু হয়েছে ৬৩১জনের।

    বর্তমানে দেশজুড়েও দৈনিক ভাইরাস আক্রান্তের ছবিটাও একেবারেই স্বস্তিদায়ক নয়। আক্রান্তের গ্রাফটা ক্রমেই ঊর্ধ্বমুখী। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের নিরিখে একের পর এক রেকর্ড হয়ে চলেছে। আজ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬ জন।

    মৃত্যুর নিরিখে ইতিমধ্যেই স্পেন ও ফ্রান্সকে আগেই টপকে গিয়েছে ভারত। সামনেই রয়েছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ৩৫ হাজার। ইতিমধ্যে ভারতে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। যার মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৩ হাজার ৮৮৩জন। দেশে সর্বাধিক আক্রান্ত হয়েছে এই রাজ্যে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৫৩ জনের। এর পরেই রয়েছে তামিলনাডু। সেখানে মৃতের সংখ্যা হয়েছে ৩ হাজার ৫৭১। এই মারণ ভাইরাসের কারণে গুজরাতেও ২ হাজার ৩৪৮ জন প্রাণ হারিয়েছেন।

    এই মূহুর্তে আমাদের রাজ্যের চিত্রটাও খুব একটা ভালো নয়। রাজ্যে এই মূহুর্তে সর্বমোট আক্রান্তের পরিমাণ ৬০ হাজার ৮৩০জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৪১১ জনের।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...