দ্য কলকাতা মিরর ব্যুরো : আত্মহত্যা নাকি খুন? সুশান্তের মৃত্যুর মাসখানেক কেটে গেলেও স্পষ্ট হয়নি প্রকৃত কারণ। ঠিক এসময়েই অভিনেতার পরিবারের তরফে পাটনার রাজীব নগর থানায় বান্ধবী রিয়া চক্রবর্তী ও নিকট পাঁচ বন্ধু নামে রুজু হলো মামলা। অভিনেত্রী বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আইপিসির ৩৪০, ৩৪২, ৩৮০, ৪০6, ৪২০, ৩০6 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। সুশান্তের পাঁচ বন্ধুকে ‘আত্মহত্যার প্ররোচনা ও ষড়যন্ত্র’ করার অভিযোগেও মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। এফ এই আরে সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর দাবি করেছেন।
সোমবার সুশান্ত সিং রাজপুতের পরিবার বিহার পুলিশে সঙ্গে যোগাযোগ করার পরে, এই অভিনেতার মৃত্যুর মামলার তদন্তের জন্য রাজ্য পুলিশ চার সদস্যের একটি দল মুম্বাইতে পাঠিয়েছে তদন্তের স্বার্থে । মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্তে সন্তুষ্ট নয় রাজপুত পরিবার ।
মানসিক অবসাদ কোনো ভাবেই গ্ৰাস করেনি অভিনেতার জীবনে ঠিক এমনটাই অভিমত পরিবারের। সুশান্ত সিং রাজপুতের বড় বোন শ্বেতা সিং কীর্তি সম্প্রতি তার ভাইয়ের মৃত্যুর তদন্ত কেন্দ্রীয় তদন্ত ব্যুরোয় স্থানান্তরিত করার জন্য তার পরিবার তদন্ত দাবি করেননি সে সম্পর্কে এক ভক্তের প্রশ্নের জবাব দিয়েছিলেন। শ্বেতা সোশ্যাল মিডিয়ায় এমনি এক ফ্যানকে জবাব দিয়েছেন যিনি তাকে এই কথা বলেছিলেন। ভক্ত আরও উল্লেখ করেন যে তার পরিবার সিবিআই তদন্তের দাবি জানালে পুরো দেশ তাদের সমর্থন করবে। প্রত্যুত্তরে শ্বেতা দ্রুত জানান তারা মুম্বাই পুলিশের তদন্ত এবং তাদের রিপোর্টের উপস্থাপনার জন্য অপেক্ষা করছে।সুশান্তের মৃত্যুর একমাস পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রথম স্টাটাস শেয়ার করেন রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে সুশান্তের আত্মহত্যার ঘটনার তদন্তে সিবিআই তদন্তের অনুমতি দেন, সে বিষয়ে আবেদন জানান অভিনেত্রী। তবে রিয়া কেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই আবেদন করেন, তা নিয়ে সমালোচনার মুখে পড়েন সুশান্তের বিশেষ বান্ধবী।