দ্য কলকাতা মিরর ব্যুরো :সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববোধ এবং মানবিকতার নজির রাখলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বন্যা বিধ্বস্ত উত্তর পূর্ব অসমের পাশে দাঁড়িয়ে পাঠালেন অর্থসাহায্য। এই কাজে তাঁকে পূর্ণ সমর্থন করেছেন স্বামী নিক জোনাস। সোমবার টুইট করে নিজের অনুরাগীদের অসমের পাশে থাকার আবেদন জানিয়েছেন পিগি চপস।অসমে পর্যটন বিভাগের অ্যাম্বাসডার ছিলেন বলিউড অভিনেত্রী। সেই হিসেবে দায়িত্বের কথা ভুলে যাননি তিনি। বরং অসমের বন্যার ভয়াবহ ছবি তাঁকে নিজের দায়িত্ববোধ মনে করিয়ে দিয়েছে। টুইট করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, গোটা বিশ্ব এখন মহামারীর সঙ্গে লড়ছে। কিন্তু ভারতের রাজ্য অসমকে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়তে হচ্ছে। বর্ষার প্রবল বৃষ্টিতে প্লাবিত অসম। ওদের এখন সাহায্য দরকার।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম। রাজ্যের সরকারি হিসেব অনুযায়ী ২২টি জেলা প্রায় ভেসে গিয়েছে। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১০৩ জনের। ২২ লক্ষ ৩৩ হাজার ৯২০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ১ লক্ষ ৯ হাজার ২৩৬ হেক্টর চাষের জমি। ভেসে গিয়েছে ২০২৬ টি গ্রাম। এখনও বিপদ সীমায় ব্রহ্মপুত্র’এর জল। প্লাবিত হয়েছে অসম’এর বনাঞ্চলও। কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রাণীরা বিপন্ন, ছোট, বড় এবং গৃহপালিত পশু মিলিয়ে প্রায় ২৫ লক্ষ জীবজন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়।এর মধ্যে শুধু গোয়াল পাড়াতেই ক্ষতিগ্রস্ত ৪.৭০ লক্ষ মানুষ। বরপেতায় ৩.৯৫ লক্ষ মানুষ ও মরিগাঁওয়ে ৩.৩৩ লক্ষ মানুষ বন্যায় আটকে পড়েছেন। এছাড়াও ধুবড়ি, ধানশিড়ি, জিয়া, ভারালি, কোপিলি, বেকি ও কুশিয়ারা নদীও বহু জায়গায় বিপদসীমার ওপর দিয়ে বইছে অতি বর্ষণের ফলে। এই মুহূর্তে অর্থ সাহায্য খুবই প্রয়োজন। প্রিয়াঙ্কার এই কর্মকান্ডে খুশি অসমবাসী