দ্য কলকাতা মিরর ব্যুরো : ঝড়ের গতিতে বেড়েই চলেছে সংক্রমণ ৷ দেশে বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পনেরো লক্ষের গন্ডি ।৩১ শে জুলাই শেষ হচ্ছে আনলক ২ এর মেয়াদ। ১ লা অগাস্ট থেকে শুরু হতে চলা আনলক ৩ তে কী কী সুবিধা মিলবে, কোথায় কোথায় জারি থাকবে লকডাউন, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে জানানো হয়েছে, কনটেনমেন্ট জোনগুলিতে ৩১ শে আগস্ট পর্যন্ত লকডাউন চলবে।
এই পরিস্থিতিতে দূরত্ব বিধি ও কিছু বিশেষ শর্ত মেনে ৫ ই অগাস্ট থেকে খুলতে পারে যোগা প্রতিষ্ঠান, মাল্টি জিম। পাশাপাশি নিয়মের শিথিলতাআনা হচ্ছে নাইট কারফিউ এর ক্ষেত্রেও।তবে এখনো বন্ধের তালিকায় থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইন পড়াশোনার ওপর জোর দিতে হবে মত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের। পাশাপাশি বন্ধের তালিকায় সিনেমা হল, সুইমিং পুল, অডিটোরিয়াম, থিয়েটার, পানশালা,মেট্রো পরিষেবা, রাজনৈতিক, বিনোদনমূলক, সাংস্কৃতিক, ধর্মীয়, খেলাধুলো সম্পর্কিত জনসভা। সূত্রের খবর মূল্যায়নের ভিত্তিতে কনটেনমেন্ট জোনের বাইরেও কোনও কোনো গতিবিধিতে বিধিনিষেধ জারি করতে পারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন।