দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দ্য ডিরেক্টোরেট জেনেরাল অব সিভিল এভিয়েশন বিমানপথে কোভিড ভ্যাকসিন পরিবহনে নতুন নিয়ম জারি করল। মূলত ভ্যাকসিন যে পাত্রে করে নিয়ে যাবে সেটি যাতে সুরক্ষিত থাকে তার জন্য এতই কড়াকড়ি।
ছোট বিমান হোক কি বড় বিমান, প্যাসেঞ্জার কেবিন বা কার্গোতে যদি ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় তবে তার যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য প্রস্তুতি নিতে হবে বিমানসেবিকা ও সেবকদের সেই কথাও জানানো হয়েছে।
আরো পড়ুনঃ তিনদিনব্যাপী পোলিও টিকাকরণেই মিলবে দেশের গড় ইমিউনিটির হাল: হর্ষ বর্ধন
ভ্যাকসিন পরিবহণে এই কড়াকড়ির কারণ হল যে পাত্রে করে ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে তা শুষ্ক বরফ বা ড্রাই আইস দিয়ে পরিবৃত থাকবে। এবার এই ড্রাই আইস যখন উচ্চচাপে পৌঁছয় তখন তার তাপমাত্রা যদি -৭৮ ডিগ্রি সেলসিয়াসে চলে আসে তৎক্ষনাৎ সেটি কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে যাবে। আর আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার মতে উড়ানপথে একটি বিমানে এই কার্বণ ডাই অক্সাইডের উপস্থিতি বিপদ্দজনক।
এই প্রসঙ্গে ডিজিসিএ (DGCA) বলেছে যে তাদের কাছে যথেষ্ট পরিমাণে কার্বণ ডাই অক্সাইড নির্ণায়ক বা ডিটেকটর আছে এবং তার ব্যবহার পাইলটরা জানে ফলে বিপদ হবে না। তবু আদেশ জারি হয়েছে যে যাতে যথেষ্ট পরিমাণে শুষ্ক বরফের যোগান যেন বিমানে থাকে। আর কয়েকদিনের মধ্যেই দেশজুড়ে ভ্যাক্সিন বিতরণ শুয়ে হয়ে যাবে, এমতাবস্থায় এই বিশাল দেশের শেষ প্রান্ত অবধি যাতে ভ্যাকসিন পৌঁছায় সেই দিকটিকে মাথায় রাখছে ডিজিসিএ।