দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নতুন বছরের শুরুতেই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলা সরকারি হাসপাতাল। শুক্রবার মধ্যরাতে হাসপাতাল চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনের লেলিহান শিখায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১০ জন সদ্যজাতের। ইতিমধ্যে আরও সাত শিশুকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী,শনিবার রাত দুটো নাগাদ এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
ঠিক সেই সময় হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিট অর্থাৎ জন্ম নেওয়ার পরই সদ্যজাতরা অসুস্থ থাকলে যে বিভাগে তাদের রাখা হয়, সেখানেই লেগে যায় আগুন। শনিবার রাত দুটো নাগাদ একজন নার্স একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালের আধিকারিকদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে ঘটনস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। ইতিমধ্যেই শিশুদের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
হাসপাতালের সিভিল সার্জেন প্রমোদ খান্ডাতে জানান, “ওই ইউনিটে মোট ১৭ সদ্যোজাত ভরতি ছিল। শনিবার ভোরের দিকে নার্সরা সেখান থেকে ধোঁয়া বেরতে দেখে। আগুন লাগার ঘটনা আন্দাজ করতেই ওই ইউনিট থেকে শিশুদের উদ্ধার করার চেষ্টা করা হয়। কোনওক্রমে সাত শিশুকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। যদিও আগুনের আঁচ তাদের শরীরেও লেগেছে বলেই খবর।”
গোটা বিষয়টির তদন্তে নেমে পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিস থেকেই আগুন লেগে থাকতে পারে। ভেতরে থেকে সাত শিশুকে কোনোভাবে উদ্ধার করা হয়।তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্টশার্কিটের ফলেই এমন ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন সদ্যজাত শিশুদের পরিবার। হাসপাতালে রোগীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।