দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :ভারতে করোনা ভাইরাস সংক্রমণ প্রত্যেকদিন নতুন রেকর্ড করছে । করোনা ভ্যাকসিনের আশায় মানুষ যখন দিন গুনছে ঠিক তখনই ভারতবাসীর দুশ্চিন্তা বাড়িয়ে দৈনিক সংক্রমণ ৫০ হাজার অতিক্রম করলো । গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫২,১২৩ জন । কেন্দ্রীয় সাস্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১৫,৮৩,৭৯২ লক্ষ মানুষ আর এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ১০,২০,৫৮২ জন আর বুধবার মারা গেল ৭৭৫ জন করোনা আক্রান্ত রোগী । এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৪,৯৬৮ জন । এই মুহুতে সুস্থ হয়ে ওঠার হার ৬৪.৪৩%। করোনা সংক্রমণ রুখতে আরো বেশি করে নমুনা পরীক্ষা করার উপর জোর দিয়েছে সরকার ।বুধবার মোট ৪,৪৬,৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
এই মুহূর্তে ভারতবর্ষে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন । করোনা সংক্রমণের শীর্ষে আছে মহারাষ্ট্র । সেখানে সংক্রমিতের সংখ্যা ৩,৯১,৪৪০ জন, সুস্থ হয়ে উঠেছেন ২,৩২,২৭৭ জন আর মারা গেছেন ১৪,১৬৫ জন । আমাদের রাজ্যের আক্রান্তের সংখ্যা ৬২,৯৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন ৪২,০২২ জন ,মারা গেছেন ১৪৪৯ জন । আর এই মুহূর্তে পুরো ভারতবর্ষে মোট আক্রান্ত ১৫,৮৩,৭৯২ সুস্থ হয়ে উঠেছেন ১০,২০,৫৮২ আর মৃতের সংখ্যা ৩৪,৯৬৮ জন । একমাত্র লক্ষদ্বীপে এখনো পর্যন্ত কোনো করোনা সংক্রমণ নেই ।