দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: আজ সকালে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন অসম রাইফেলসের ৩ জওয়ান। এই সংঘর্ষে জখম হয়েছেন আরও চারজন। প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে মায়ানমার সীমান্ত লাগোয়া মণিপুরের চান্দেল জেলাতে।


সূত্র মারফত জানা গিয়েছে, একটি গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার মায়ানমার সীমান্ত লাগোয়া একটি জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন ৪ নম্বর অসম রাইফেলস (Assam Rifles) -এর জওয়ানরা। প্রত্যক্ষদর্শীদের মতে এই তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিরা আচমকা সেখানে প্রথমে একটি আইইডি (IED) বিস্ফোরণ ঘটায়। আর ঠিক এর পরপরই অসম রাইফেলসের সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।
এই বিস্ফোরণের দায় শিকার করেছেন স্থানীয় জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি (PLA)। এর জেরে তিন জন জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও চার জন। জখমদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি জঙ্গিদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সংবাদ সংস্থা ANI আজ সকাল ১১:৫১ মিনিটে এও ঘটনার ক্ষুদ্র বিবরণ দিয়ে একটি ট্যুইট করে। তাদের ট্যুইট মারফত্ এই ঘটনাটি সামনে আসে এবং ঘটনার স্থান সম্বন্ধে জানা যায়। ওই এলাকা এখনো থমথমে। পর্যাপ্ত সেনা সমন্বয়ে চলছে তল্লাশি ও টহলদারী।