দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কেন্দ্রের কৃষি বিল নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনীতি। কেন্দ্র বনাম কৃষক বিতর্কে সময়ে সময়ে চড়েছে পারদ। কেন্দ্রের কৃষিবিল নিয়ে এরই মধ্যে একাধিক বার কেন্দ্র – কৃষক বৈঠকেও হয়নি সুরাহা। ফলতো সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে কৃষি আইনে আপতত স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়।
তবে এতে পারদ কমলো বই বাড়লো। পাঞ্জাব, হরিয়ানা সহ হরিয়ানার ৬০টিরও বেশি গ্রামে ইতিমধ্যেই বিজেপি এবং জেজেপি নেতাদের প্রবেশই নিষিদ্ধ করেছে কৃষকেরা। করতে দেওয়া হচ্ছে না। এমনকি গ্রামের সীমানাতেও ঝোলানো হয়েছে নোটিস। পাশাপাশি আগুনে পোড়ানো হয়েছে কৃষি আইনের লক্ষ লক্ষ প্রতিলিপি।পুড়িয়ে দিয়েছেন কৃষকরা। ২৬ জানুয়ারি ট্রাক্টর র্যালির প্রস্তুতিও পুরোদমে চলছে। তাঁদের দাবি,এই প্রতীকী প্রতিবাদ শাসকদলের উপর চাপ আরও বাড়াবে।
কৃষকদের আন্দোলন ইতিমধ্যে চাপ তৈরি করেছে সরকারি মহলে। চাপের মুখে, গতকালই হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।আজ উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা সঙ্গেও, হরিয়ানার পরিস্থিতি নিয়ে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
লেখা: সুপর্ণা পোদ্দার