দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যখন সারা বিশ্ব জর্জরিত তখন ভারতবর্ষের চিত্রটাও আলাদা নয় । সংক্রমণের রেকর্ড তৈরী হচ্ছে প্রতিদিন নতুন করে । কিস্তু এরই মধ্যে আশার বাণী শোনালো ভারতীয় স্বাস্থ মন্ত্রক । দেশে তৈরী দুটি করোনা ভ্যাকসিন মানব দেহে দ্বিতীয পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে যার ফলাফল খুবই আশাব্যাঞ্জক । বিশ্ব জুড়েই কোভিড ১৯ ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে । ভারতে তৈরী দুটি ভ্যাকসিনেরই মানব দেহে ট্রায়াল চলছে । ভারতীয় স্বাস্থ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন ‘বিশ্বের তিনটি দেশে তিনটি ভ্যাকসিন মানবদেহের ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে । এই তিনটি দেশ হলো আমেরিকা ,যুক্তরাজ্য আর চীন ‘।ভারতে তৈরী ভ্যাকসিন দুটির মধ্যে ভ্যাকসিনটি দেশের আটটি জায়গায় একহাজার একশো পঞ্চাশ জনের উপর আর দ্বিতীয ভ্যাকসিনটি একহাজার জনের উপর প্রয়োগ করা হয়েছে । ভ্যাকসিন তৈরী হলে তা কিভাবে দেওয়া হবে তার প্রস্তুতি নিয়ে রেখে ভারতীয় সরকার ।এই মুহূর্তে সত্যি ভারতীয় কোম্পানি ভ্যাকসিন তৈরির কাজ করছে তাদের মধ্যে ভারত বায়োটেক ,ক্যাডিলা অন্যতম । বিজ্ঞানীদের আশা আগামী দুমাসের মধ্যে একটি কোভ্যাকসিন বাজারে আসতে চলেছে ।