৩০ শে জুলাই পালিত হয়ে গেল অভিনেতা সোনু সুদের জন্মদিন । সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তাঁর ভক্তরা । দেশের এই কঠিন সময়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অন্যন্য নজির সৃষ্টি করেছেন।




তাঁর জন্মদিনে নদীয়ার আড়ংঘাটার বস্তা গ্রামের নারকেল মালা শিল্পী সঞ্জয় বিশ্বাস তাঁর রিয়েল হিরো সোনু সুদের পোট্রেট নারকেল মালার উপর চিত্রায়ন করেছেন তাঁর অসামান্য শিল্পগুনে । ক্লাস ফাইভে পড়ার সময় তিনি তার মায়ের কাছ থেকেই নারকেল মালার উপর বিভিন্ন কারুকার্য করার শিক্ষালাভ তারপর নিজ প্রচেষ্টায় আজ তিনি এক অসামান্য শিল্পী।
প্রায় এগারো দিনের প্রচেষ্টায় অভিনেতা সোনু সুদের পোট্রেট টি নারকেল মালার উপরসৃষ্টি করেছে। তিনি দুহাজার বারো ও দুহাজার উনিশ সালে রাজ্য সরকারের হস্ত শিল্প মেলায় সেরার সেরা শিল্পীর পুরস্কার জিতেছেন।দুহাজার পনেরো সালে পেয়েছে ন্যাশনাল মেরিট। অবশ্য তার বেশিরভাগ সময় কাটে ছোটদের ছবি আঁকা শিখিয়ে এবং সমাজসেবা করে। তাঁর তৈরী এই শিল্পকর্মটি তুলে দিয়ে চান তাঁর রিয়েল হিরো অভিনেতা সোনু সুদকে।