দ্য ক্যালকাটা মিরর: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আরও একবার জানিয়ে দিলেন যে, তাঁর দল এবং তিনি কৃষকদের সঙ্গেই আছেন। কেন্দ্রের নয়া আইনের বিরোধিতার ব্যাপারে তাঁদের অবস্থা স্পষ্ট। রাহুলের মতে, নয়া তিন আইন “কৃষিকে ধ্বংস করার জন্যই বানানো হয়েছে।” তিনি আরও বলেছেন যে, পুরো কৃষি ক্ষেত্রটাই “কেন্দ্র তিন-চার জন পুঁজিবাদীদের হাতে ছেড়ে দিয়েছে।”
মঙ্গলবার রাহুল কৃষক ও কৃষি আইনের ওপর একটি পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে ছিলেন। সেখানে তিনি সুর চড়িয়ে বিজেপি-কে বিঁধে বলেন, “আমি আন্দোলনরত কৃষকদের ১০০ শতাংশ সমর্থন করছি। দেশের প্রতিটি মানুষেরই উচিত তাঁদের সমর্থন করা।”
রাহুল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও আক্রমণ করতে ছাড়েননি। নাড্ডা এদিন রাহুলকে একাধিক টুইট করে অরুণাচল প্রদেশে চীনা গ্রাম বানানোয় পরোক্ষ ভাবে মদত দেওয়া থেকে, কৃষি মাণ্ডি নিয়ে মিথ্যা বলার অভিযোগ এনেছিলেন।
সেই প্রসঙ্গে এদিন রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হলে রাহুল গান্ধী কোনা রাগ না করেই প্রশ্ন করেন, ‘কে জেপি নাড্ডা? তাঁর প্রশ্নের জবাব কেন দেব আমি? তিনি তো প্রফেসর নন আমার। আমি দেশকে জবাব দেব।’ আজ নাড্ডার উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন রাহুল। আজ নাড্ডা প্রসঙ্গে রাহুল এও বলেন ওরা আমাকে গুলি করে হত্যা করতে পারে।
এছাড়াও আজ রাহুল গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলছেন, “কৃষকরা সত্যটা জানেন, সব কৃষক জানে রাহুল গান্ধি কী করে। আর নাড্ডাজি কে? উনি ভট্ট পরাসুল নন, আমার একটা চরিত্র আছে। আমি নরেন্দ্র মোদী কেন, কাউকে ভয় পাই না। আমাকে ছুঁতেও পারবেন না তাঁরা। কিন্তু আমাকে গুলি করতে পারে। আমি একজন দেশপ্রেমী, আমির দেশের রক্ষা করব। আমি ওদের থেকেও বেশি গোঁড়া।”