দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আন্দোলনরত কৃষকদের পূর্ব প্রস্তাবিত ২৬ জানুয়ারির ট্রাক্টর র্যালি বাতিল করা নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শীর্ষ আদালত আজ কেন্দ্রকে সেই আবেদন তুলে নিতে নির্দেশ দিয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের র্যালি বন্ধ করতে পারবে না শীর্ষ আদালত। এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ।
উল্লেখ্য, অন্যদিকে আজ বুধবার, কৃষকদের সঙ্গে দশম দফা আলোচনায় বসছে কেন্দ্র। যদিও এর আগের ন’টি আলোচনায় কোনওরকম রফাসূত্র পাওয়া যায় নি। একদিকে কৃষকরা যেমন এই আইন বাতিলের দাবিতে অনড়, অন্যদিকে কেন্দ্রও এই কৃষি আইন প্রত্যাহার করতে নারাজ। এই সমস্যার সমাধানে কৃষক সংগঠনগুলির সঙ্গে বোঝাপড়া করতে চার সদস্যের কমিটি গঠন করেছিল শীর্ষ আদালত। কিন্তু কৃষকরা জানিয়ে দিয়েছেন, সেই কমিটির সঙ্গেও কোনওরকম আলোচনায় রাজি নন তাঁরা।
এছাড়াও সুপ্রীম কোর্ট নির্দেশিত চার সদস্যের একজন, ভারতীয় কিসান ইউনিয়নের নেতা ভূপিন্দর সিং মান কমিটি থেকে নাম তুলে নিতে চেয়েছেন। এই ঘটনায় কিসান মহা-পঞ্চায়েত কমিটির পুনর্গঠন চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল। প্রধান বিচারপতি বোবদে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আদালতের নির্দেশিত কমিটি নিয়ে প্রশ্ন তোলা এবং তা পুনর্গঠনের আবেদন জানানো মানহানিকর। যা সুপ্রীম কোর্টের নির্দেশের পরিপন্থী।