28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    সমাজবাদী পার্টির দাপুটে নেতা অমর সিং প্রয়াত

    দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: আজ শনিবার সমাজবাদী পার্টির বিশিষ্ট নেতা ও রাজ্য সভার প্রাক্তন সদস্য অমর সিং প্রয়াত হয়েছেন। ২০০৪ এ প্রথম ইউপিএ সরকারকে নিজের কূটনৈতিক চালে বিরোধীদের হাত থেকে বাঁচিয়ে তোলার নেপথ্যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।

    অসামরিক পারমাণবিক চুক্তি ঘিরে তৈরি হওয়া সংঘাতে বামফ্রন্ট সমর্থন তুলে নেওয়ার পর সংখ্যালঘু হয়ে পড়ে প্রথম ইউপিএ। কিন্তু সে সময় তিনি সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবকে বুঝিয়ে কেন্দ্রের সরকারকে সমর্থনের জন্যে রাজি করান।

    রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ গত মার্চে কিডনির অস্ত্রোপচার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি সংক্রান্ত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। একদা উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টির দাপুটে নেতা ছিলেন অমর সিং। বরাবরই জাতীয় রাজনীতিতে চর্চায় ছিলেন তিনি।

    এমনকি প্রথম ইউপিএ সরকারকে বাঁচানোর নেপথ্যেও ছিল তাঁর মস্তিষ্ক। ২০০৪-০৯ এ প্রথম ইউপিএ সরকারের সময়ে অসামরিক পারমাণবিক চুক্তি ঘিরে তৈরি হওয়া সংঘাতে বামফ্রন্ট সমর্থন তুলে নেওয়ার পর সংখ্যালঘু হয়ে পড়ে প্রথম ইউপিএ। কিন্তু সে সময় তিনি সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবকে বুঝিয়ে কেন্দ্রের সরকারকে সমর্থনের জন্যে রাজি করান।

    কিন্তু ক্রমে দলের অভ্যন্তরে তাঁর গুরুত্ব কিছুটা লঘু হতে শুরু করে এবং ২০১০ সালে অমর সিং ও তাঁর ঘনিষ্ঠ জয়াপ্রদাকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত করা হয়েছিল। তাঁদের দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তাঁরা দলবিরোধী কাজে মদত দিচ্ছিলেন।

    কিন্তু তাঁর প্রতি দলের এই উলটপুরাণে সমাজবাদী পার্টি প্রধানের সেই সিদ্ধান্তের সমালোচনা করেননি অমর সিং বরং তাঁর রাজনৈতিক জীবনে উত্থানের পিছনে যে মুলায়ম সিংয়ের ভূমিকা অপরিসীম সেটাই তিনি প্রচার করেছিলেন। সেই সময় ট্যুইট করে একথাই জানিয়েছিলেন তিনি।

    এদিন তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে শোক প্রকাশ করে জানিয়েছেন “তাঁর বন্ধুত্বের জন্যই তিনি পরিচিত ছিলেন”। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। অন্যদিকে একসময় বচ্চন পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন অমর সিং। এমনকি তাঁর মদতেই সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ পদ পান শ্রীমতি জয়া বচ্চন। যদিও ২০১৬ সালে সেই সম্পর্কেও ফাটল ধরে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার এই দুই পরিবার ফের ঘনিষ্ঠ হতে শুরু করে। অমর সিং এর মৃত্যুতে শোকাহত অমিতাভ বচ্চন তাঁর নিজের ব্লগে লিখেছেন “দু: খিত, মাথা নত, কেবল প্রার্থনা বাকি আছে। ঘনিষ্ঠ জীবন, ঘনিষ্ঠ সম্পর্ক, আত্মা আর নেই, “। এমনকী মাথা নিচু করে শোক পালনের অবনত নিজের ছবিও শেয়ার করেছেন অমিতাভ।

    উল্লেখ্য ১৯৯৬ থেকে ২০১০ এই টানা সময়ে রাজ্যসভার সাংসদ ছিলেন অমর সিং। মাঝে ছয়-সাত বছর রাজনৈতিক ভাবে সন্ন্যাস গ্রহণ করলেও ফের ২০১৭ সালে সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে পুনরায় রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অমর সিং।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...