দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: আজ শনিবার সমাজবাদী পার্টির বিশিষ্ট নেতা ও রাজ্য সভার প্রাক্তন সদস্য অমর সিং প্রয়াত হয়েছেন। ২০০৪ এ প্রথম ইউপিএ সরকারকে নিজের কূটনৈতিক চালে বিরোধীদের হাত থেকে বাঁচিয়ে তোলার নেপথ্যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।
অসামরিক পারমাণবিক চুক্তি ঘিরে তৈরি হওয়া সংঘাতে বামফ্রন্ট সমর্থন তুলে নেওয়ার পর সংখ্যালঘু হয়ে পড়ে প্রথম ইউপিএ। কিন্তু সে সময় তিনি সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবকে বুঝিয়ে কেন্দ্রের সরকারকে সমর্থনের জন্যে রাজি করান।
রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ গত মার্চে কিডনির অস্ত্রোপচার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি সংক্রান্ত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। একদা উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টির দাপুটে নেতা ছিলেন অমর সিং। বরাবরই জাতীয় রাজনীতিতে চর্চায় ছিলেন তিনি।
এমনকি প্রথম ইউপিএ সরকারকে বাঁচানোর নেপথ্যেও ছিল তাঁর মস্তিষ্ক। ২০০৪-০৯ এ প্রথম ইউপিএ সরকারের সময়ে অসামরিক পারমাণবিক চুক্তি ঘিরে তৈরি হওয়া সংঘাতে বামফ্রন্ট সমর্থন তুলে নেওয়ার পর সংখ্যালঘু হয়ে পড়ে প্রথম ইউপিএ। কিন্তু সে সময় তিনি সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবকে বুঝিয়ে কেন্দ্রের সরকারকে সমর্থনের জন্যে রাজি করান।
কিন্তু ক্রমে দলের অভ্যন্তরে তাঁর গুরুত্ব কিছুটা লঘু হতে শুরু করে এবং ২০১০ সালে অমর সিং ও তাঁর ঘনিষ্ঠ জয়াপ্রদাকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত করা হয়েছিল। তাঁদের দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তাঁরা দলবিরোধী কাজে মদত দিচ্ছিলেন।
কিন্তু তাঁর প্রতি দলের এই উলটপুরাণে সমাজবাদী পার্টি প্রধানের সেই সিদ্ধান্তের সমালোচনা করেননি অমর সিং বরং তাঁর রাজনৈতিক জীবনে উত্থানের পিছনে যে মুলায়ম সিংয়ের ভূমিকা অপরিসীম সেটাই তিনি প্রচার করেছিলেন। সেই সময় ট্যুইট করে একথাই জানিয়েছিলেন তিনি।
এদিন তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে শোক প্রকাশ করে জানিয়েছেন “তাঁর বন্ধুত্বের জন্যই তিনি পরিচিত ছিলেন”। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। অন্যদিকে একসময় বচ্চন পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন অমর সিং। এমনকি তাঁর মদতেই সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ পদ পান শ্রীমতি জয়া বচ্চন। যদিও ২০১৬ সালে সেই সম্পর্কেও ফাটল ধরে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার এই দুই পরিবার ফের ঘনিষ্ঠ হতে শুরু করে। অমর সিং এর মৃত্যুতে শোকাহত অমিতাভ বচ্চন তাঁর নিজের ব্লগে লিখেছেন “দু: খিত, মাথা নত, কেবল প্রার্থনা বাকি আছে। ঘনিষ্ঠ জীবন, ঘনিষ্ঠ সম্পর্ক, আত্মা আর নেই, “। এমনকী মাথা নিচু করে শোক পালনের অবনত নিজের ছবিও শেয়ার করেছেন অমিতাভ।
উল্লেখ্য ১৯৯৬ থেকে ২০১০ এই টানা সময়ে রাজ্যসভার সাংসদ ছিলেন অমর সিং। মাঝে ছয়-সাত বছর রাজনৈতিক ভাবে সন্ন্যাস গ্রহণ করলেও ফের ২০১৭ সালে সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে পুনরায় রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অমর সিং।