রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার ইস্টবেঙ্গলকে শতবর্ষের শুভেচ্ছা জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ইস্টবেঙ্গলকে ট্যাগ করে নিজের টুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে অভিনন্দন জানাই ফুটবল প্রজন্ম , সদস্য এবং অবশ্যই সমর্থকদের। এটা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে একটি মাইলফলক, সাথে বাংলার ফুটবল এবং ক্রীড়াপ্রেমি ঐতিহ্যর জন্যেও। ইস্টবেঙ্গলের মশাল সর্বদা ময়দান আলোকিত করুক।’




মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন সন্ধ্যায় টুইট করেন। ইস্টবেঙ্গল ক্লাবের টুইটার থেকে করা একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘ইস্টবেঙ্গল এবং তার সকল সমর্থককে শতবর্ষ পূর্ণ করার জন্যে অভিনন্দন। তোমাদের গৌরবময় ঐতিহ্য বিশ্বের অন্য ক্লাব গুলির ঈর্ষা।’
মুখ্যমন্ত্রী এর সাথে ইস্টবেঙ্গলের থিম সংয়ের দু লাইনও জুড়েছেন, ‘১০০ বছর ধরে, মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল-হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল।’
মোদী-মমতার পাশাপাশি এদিন সমাজের বিভিন্ন স্তর থেকেই ইস্টবেঙ্গলের জন্যে শুভেচ্ছা বার্তার ঢল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা, এএফসি, এআইএফএফ থেকে শুরু করে ময়দানি প্রতিদ্বন্দ্বী মোহনবাগান, মহামেডানের পক্ষ থেকেও শুভেচ্ছা আসে ইস্টবেঙ্গলের জন্যে।