26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    অবশেষে করোনা মুক্ত ভারতীয় সিনেমার শাহেনশাহ

    দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: একটানা ২১ দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে রবিবারই বাড়ি ফিরেছেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। তাঁর ছেলে অভিষেক বচ্চন আজ বিকেল ৫ টা ২১ নাগাদ ট্যুইটারে এই খবর শেয়ার করেছেন। অমিতাভের সর্বশেষ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ এসেছে। যদিও অভিষেক লিখেছেন তাঁর শরীরে এখনো কিছু করোনা কোমর্বিডিটি রয়েছে যে কারণে তিনি হাসপাতালেই থাকছেন।

    উল্লেখ্য গত ১২ জুলাই, শনিবার রাতে, কোভিড- ১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভরতি করতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। তিনি নিজেই ট্যুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা শেয়ার করেছিলেন। লিখেছিলেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভরতি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। ওরা করেছে। তবে এখনও ফল পায়নি। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’ সেদিনই কিছু সময় পর খবর পাওয়া যায় ছেলে অভিষেক বচ্চনও করোনা পজিটিভ।

    শুধু তাই নয় বাবা অমিতাভের মতোই ট্যুইটারেই অভিষেক বচ্চন করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। ওই দিন তিনি লিখেছিলেন, ‘আজ সকালেই বাবা ও আমি করোনা আক্রান্ত হয়েছি। আমাদের দুজনেরই করোনার হালকা উপসর্গ রয়েছে। আমাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। আমরা পরিবার ও বাড়ির কর্মীদের করোনা পরীক্ষার কথা জানিয়েছি। সবাইকে অনুরোধ করব শান্ত থাকবে, ভয় পাবেন না। ধন্যবাদ।’ অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের অবশ্য করোনা ধরা পড়েনি।

    অবশেষে আজ ২’রা আগস্ট রবিবার বিকেলে করা ট্যুইটে অভিষেক লিখেছেন, ‘সৌভাগ্যবশত আমার বাবার লেটেস্ট করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাবা। বাড়ি গিয়ে বাবা এখন বিশ্রামে থাকবেন। ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য।’ এর পাশাপাশি আরেকটি ট্যুইটে নিজের স্বাস্থ্যের খোঁজও দিয়েছেন অভিষেক। সেখানে লিখেছেন, ‘আমি দুর্ভাগ্যবশত কোমর্বিডিটির কারণে এখনও করোনাভাইরাস পজিটিভ। এবং হাসপাতালেই রয়েছি। আবার সবাইকে ধন্যবাদ জানাই আমার পরিবারের প্রতি আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য। আমি করোনা জয় করে তাড়াতাড়ি ফিরব, আরও সুস্বাস্থ্য নিয়ে, প্রমিস।’

    প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক ও অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার পর একে একে ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবরও জানা যায়। তাঁরাও কিছুদিনহাসপাতালে ভরতি ছিলেন। যদিও হালকা উপসর্গ থাকায় খুব দ্রুতই করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে যান ঐশ্বর্য ও আরাধ্যা। এদিন বাড়ি ফিরে গেলেন অমিতাভ বচ্চন।

    সুত্র মারফত খবর করোনা বিধি অনুযায়ী সরকারী নিয়মে তাঁকে শ্যুটিংয়ে নিষেধ করা হয়েছিল কিন্তু         তাঁর বিখ্যাত শো কওন বনেগা ক্রোড়পতির অডিশনও শুরু হয়ে গিয়েছিল, সেই জন্যে তিনি কিছু টুকরো টুকরো শ্যুটিং ও সেরেছিলেন, কিন্তু করোনা রিপোর্ট পজিটিভ থাকায় তা সাময়িক স্থগিত রাখা হয়।

    তাঁর সাম্প্রতিকতম ছবি পরিচালক সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’। লকডাউনের জেরে ছবিটি অ্যামাজন প্রাইমে মুক্তি পেলেও মানুষ তাঁর অভিজ্ঞ অভিনয়ের ভূয়সী প্রসঙ্গ করেন। তাঁর পরবর্তি ছবি যথাক্রমে চেহরে, ব্রহ্মাস্ত্র, ঝুন্ড সব রিলিজ হওয়ার জন্যে পর পর পাইপলাইনে আছে।

    আজ সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অমিতাভ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন-“ আমি কোভিড পরীক্ষা করেছি- ছেড়ে দেওয়া হয়েছে। আমি নির্জন কোয়ারান্টিনে ফিরে এসেছি।সর্বশক্তিমানের অনুগ্রহ, মা বাবুজির আশীর্বাদ, নিকটবর্তী ও প্রিয় বন্ধুদের এবং অসংখ্য অনুরাগীদের প্রার্থনা ও দোয়া এবং নানাবতীতে চমৎকার যত্ন ও নার্সিংয়ের ফলেই আমার পক্ষে এই দিনটি দেখা সম্ভব হয়েছে।

    করোনার কু-প্রভাব কাটিয়ে উঠে আবার পুনরায় তাঁকে নিজের সিংহাসনে বসতে দেখে অনুরাগীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সত্যি তিনি প্রমাণ করলেন তিনি সব লড়াইয়ের ‘বিজয়’ শাহেনশাহ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...