দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: সমগ্র দেশ এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে চলছে আর ঠিক এই সময়ে একদম সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করা নেতৃত্বরা একে একে নিজেরাই করোনা আক্রান্ত হচ্ছেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের রিপোর্ট পজিটিভ আসার পরই এবার করোনা পজিটিভ উত্তরপ্রদেশের রাজ্য বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং। আর এই খবরে আগামী ৫ অগস্ট রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
সুত্র মারফত খবর, গতকাল অর্থাত্ রবিবারই তিনি করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট হাতে পান। যদিও তাঁর মৃদু উপসর্গ রয়েছে, সেই কারণেই তাঁকে হোম আইসলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র মতই তিনিও করোনা রিপোর্ট পজিটিভ আসার পর পরেই নিজেই ট্যুইট করে খবরটি নিশ্চিত করেছেন। সেই সাথে, তিনি অনুরোধ করেছেন যে দিনকয়েকের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরাও যেন অবিলম্বে নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। তবে কীভাবে আর কোথায় তিনি করোনায় আক্রান্ত হলেন সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।আপাতত হোম কোয়ারানটিনে থেকেই সমস্ত নিয়ম পালন করে চলবেন তিনি।


এই খবর প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইটারে লিখেছেন, ‘করোনা মহামারীর মধ্যে এবার জনসেবা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং। চিকিৎসকদের চেষ্টা ও আপনার মনোবলের কাছে খুব দ্রুত করোনা পরাস্ত হবে। ভগবান শ্রী রামের কাছে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’


অন্যদিকে উত্তর প্রদেশের বিজেপির সদর দপ্তর ছাড়াও রাম মন্দিরের এক পুরোহিতের শরীরে ধরা পড়েছে মারণ ভাইরাসের সংক্রমণ। আগামী ৫’ই আগস্টের ভূমিপুজোতে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। পাশাপাশি এই ভূমি পুজোকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যে রাম মন্দিরে নিযুক্ত ১৬ জন নিরাপত্তা কর্মীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই বলা চলে একে একে এই খবরে উত্তরপ্রদেশ সহ দিল্লির গেরুয়া শিবিরে এখন করোনা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে।