দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: ২’রা আগস্ট ভারতীয় রাজনীতিতে একটি আশঙ্কার দিন হয়ে রইল। উত্তর ও দক্ষিণ এই উই ভারতের রাজনীতিতেই দিনটি করোনার কবলে। উত্তরে এই দিনই করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং আর তার পাশাপাশি দক্ষিণ ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও করোনা আক্রান্ত হলেন।
রবিবার গভীর রাতে তিনি ট্যুইট করে জানান – আমি করোনা ভাইরাসের পরীক্ষায় পজিটিভ হিসাবে ধরা পড়েছি। যদিও আমি ভালোই আছি, তবু চিকিৎসকদের পরামর্শে আগাম সতর্কতা হিসাবে আমাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সম্প্রতি যাঁরা আমার কাছাকাছি এসেছিলেন তাঁদের সতর্ক থাকতে এবং সেল্ফ আইসোলেশনে যাওয়ার জন্য অনুরোধ করছি”


মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইয়েদুরাপ্পাকে মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি গত কয়েকদিন যাঁরা বিএস ইয়েদুরাপ্পার সান্নিধ্যে এসেছেন তাঁদের শরীরেও যদি কোভিড-১৯ লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই সেল্ফ আইসোলেশনে থাকার অনুরোধ করা হয়েছে। এদিকে ইয়েদুরাপ্পার মেয়েও করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন ।
উল্লেখ্য, গত মাসের শুরুর দিকেই ইয়েদুরাপ্পার কার্যালয়ের কয়েকজন কর্মী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন। তারপর গত শুক্রবার বেঙ্গালুরুতে কর্নাটকের রাজ্যপাল বজুভাই ভালার সঙ্গে সাক্ষাৎ করেন বিএস ইয়েদুরাপ্পা। সেই সময় সেখানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ বোমাইও উপস্থিত ছিলেন। মন্ত্রক থেকে তাঁদের ও সেলফ আইসলেশনে যাওয়ার অনুরোধ করা হয়েছে।


অন্যদিকে আজ বিকেল ৪ টে নাগাদ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা ট্যুইট করেন। সেখানে তিনি জানিয়েছেন যে, ডাক্তার দের যত্ন ও পর্যবেক্ষণে তিনি এখন ভাল আছেন। তাঁর শরীরে সাধরণ কিছু উপসর্গ রয়েছে। তিনি আশা করছেন খুব শিগগির তিনি আবার কাজে যোগদান করতে পারবেন। তাঁর এই কঠিন সময়ে যাঁরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন। এর সাথে তিনি সকল কে অনুরোধ করেছেন মাস্ক পড়তে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেই সাথে করোনা’র বিরুদ্ধে লড়াই এ যা যা অবলম্বন করা দরকার সেগুলো সঠিক ভাবে পালন করতে।