26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    দৈনিক করোনা আক্রান্তের নিরিখে ভারত বিশ্বের এক নম্বরে

    দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: ‘ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন নেবে’। বিশেষজ্ঞ দের আশঙ্কা সত্যি করে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে এখন শীর্ষস্থানে ভারত। যা কিছুটা গোষ্ঠী সংক্রমণের দিককেই ইশারা করছে।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৫২,৯৭২ জন। যা করোনা মহামারীর শীর্ষে থাকা আমেরিকার থেকেও এগিয়ে। আমেরিকাতে এখন এক দিনে কোভিড পজিটিভের সংখ্যা ৪৭,৫১১ জন। ব্রাজিল এখন কিছুটা পিছিয়ে। সেখানে এখন দৈনিক আক্রান্তের  সংখ্যা ২৫,৮০০ জন ।

    শুধু যে বিপুল পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছেন তা নয় এর সাথে সাথে দেশে একই ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৮১০ জনের। এই মূহুর্তে ভারতে মোট মৃতের সংখ্যা ৩৯ হাজারের থেকে মাত্র ৬ জন কম। এই মূহুর্তে ভারতে মোট করোনা রুগির পরিমাণ ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৪ জন।

    ইতিমধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ সহ দক্ষিণ ভারতের ইয়েদুরপ্পার মত রাজনীতিক ও করোনা আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি নতুন করে আক্রান্তের তালিকায় নুতুন সংযোজন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারামাইয়া। তিনি নিজেই এই খবর জানিয়েছেন , এই মূহুর্তে তিনিও হাসপাতালে ভর্তি।

    অন্যদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও ক্রমে উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে। ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ২,৭৩৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এর ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫,৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪৯ জনের। যার মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ২০ জন আক্রান্তের।  এর অর্থ রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।

    যদিও স্বস্তির আশ্বাস দিচ্ছে এক দিনে রোগমুক্তির  সর্বোচ্চ সংখ্যা। সেটা এখন ২২১৩ জন। রাজ্যে এখন কোভিড টেস্টের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট করা হয়েছে  ২১,০৭২ জন রাজ্যবাসীর।  যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন দৈনিক ২৫ হাজার টেস্ট করাবে রাজ্য সরকার। 

    রাজ্য সরকার করোনার প্রভাবের ওপর নির্ভর করে এলাকা ভিত্তিক কোভিড বেডের সংখ্যা বাড়াল। সোমবার ১২০০ কোভিড বেড বৃদ্ধির কথা এক বিজ্ঞপ্তির মধ্যমে জানায় রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই নতুন বেড বৃদ্ধির তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার ৩৫০ বেড, এনআরএস হাসপাতালের ১১০টি বেড, উত্তর শহরতলিতে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল ১৩৮টি, বলরাম সেবামন্দির ১৯৪ টি ও অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের ৮০ টি বেদের পাশাপাশি ব্যারাকপুরের নেহরু মেমোরিয়ালেও এখন নিয়মিত মিলবে করোনার চিকিৎসা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...