দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: গত রবিবার থেকেই একের পর এক দু:সংবাদ শোনা যাচ্ছে। ভারতের প্রশাসনের মাথায় বসে থাকা কাণ্ডারীদের ক্রমে এক এক করে গ্রাস করছে করোনার করাল ছায়া। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পর আজ জানা গিয়েছে এবার আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই মুহুর্তে তিনি ছিলেন রাজ্যসভার মনোনীত সাংসদ।
ভারতে দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ও তাঁর মেয়েও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। আজ ঐতিহাসিক রাম মন্দিরের ভূমি পুজো। এই প্রসঙ্গে উল্লেখ করা ভাল যে ২০১৯-এর নভেম্বরে রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রাম মন্দির মামলার রায় দিয়েছিল।
এমন একটা দিনে তাঁর করোনা আক্রান্তের খবর এল, সেই দিনই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো আজ দুপুর ১২ টা আর সেটাই হতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্ত। যখন অযোধ্যার রাম জন্মভূমিতে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিল্যান্যাস অনুষ্ঠান হবে ।
প্রসঙ্গত, এবছর ১৬ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয় সংবিধানে অনুচ্ছেদ ৮০-১(এ) অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করেছেন। এই নিয়ে বিরোধীরা আপত্তি জানায়। কংগ্রেসের বক্তব্য ছিল, রাম মন্দির মামলায় হিন্দুদের পক্ষে রায় দেওয়ার ‘পুরষ্কার’ হিসাবেই তাঁকে রাজ্যসভায় মনোনীত করা হল। এই নিয়ে বিস্তর জলঘোলা হয় সেইসময়। তাঁর নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ স্পর্শকাতর রাম মন্দির মামলার রায় দিয়েছিলেন। এছাড়াও রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে কেরলের সবরীমালা এবং রাফালে বিমান কেনা নিয়ে বিতর্ক।