28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    বিশ্বের তৃতীয় দেশ হিসাবে করোনা সংক্রমণে ২০ লক্ষ পার করলো ভারত ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সরকারি হিসাব অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কুড়ি লাখ পার করল(20,21,407)। বিশ্বে সবচেয়ে বেশী করোনা আক্রান্ত দেশের তালিকায় এখন তিন নম্বরে ভারত, প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র(প্রায় 50 লাখ) ও দ্বিতীয় ব্রাজিল(28 লাখের বেশী)। যদিও বর্তমানে আক্রান্তের বৃদ্ধির হার সবচেয়ে বেশী ভারতে। গত  কুড়ি দিনে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে দশ লক্ষ,শেষ চব্বিশ ঘন্টায় সংখ্যাটা 58,168!

    করোনা পরীক্ষার হার বৃদ্ধির সাথে সাথে আনলক পর্ব শুরু হয়েছে বেশীরভাগ জায়গায়। মোটামুটি জুনের প্রথম থেকেই অর্থনীতির স্বার্থে লকডাউন শিথিল হতে থাকে। হটস্পটগুলিতেও কিছু বিধিনিষেধের মধ্যে জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। রাজ্যভেদে বিধিনিষেধ কিছুটা আলাদা, করোনা পরীক্ষার ক্ষেত্রেও তাই। কোনো জায়গায় প্রতি দশ লাখে 40,000 তো কোথাও মোটে 6,000 পরীক্ষা হচ্ছে।

    আশার আলো এই যে তৃতীয় দেশ হিসেবে কুড়ি লক্ষের চৌকাঠ পেরোনো দেশে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কম। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 40,700; মোট সংখ্যার হিসেবে বিশ্বে পঞ্চম। বিশেষজ্ঞদের মতে একশো তিরিশ কোটি জনসংখ্যার শতকরা হিসাবে এই সংখ্যা যথেষ্ট কম।

    তবে একাধিকবার সরকারের দিকে আঙুল উঠেছে করোনা মৃত্যুর ঘটনা চেপে যাওয়া বা কোনো রোগীর মৃত্যু করোনায় কিনা তা নির্ধারণের পদ্ধতি নিয়ে।

    মুম্বইয়ের ধারাভি বস্তি থেকে শুরু করে থেকে দিল্লীর জনবহুল এলাকায় গণসংক্রমণ রুখে দিয়ে আমরা সাফল্যের পরিচয় দিয়েছি। সবচেয়ে বেশী জনঘনত্বের দেশে আগামী দিনে এই সংক্রমণ আরও ব্যাপক আকার নেবে তা বলাই বাহুল্য। তবে সঠিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে একে হারানো যেমন অসম্ভব নয় তেমনি সবকিছু ছেড়ে হেরে বসে থাকলেও এই মহামারী থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়, আত্মরক্ষার জন্য সঠিক স্বাস্থবিধি মেনে চলাই বাঞ্ছনীয়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...