28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    সুশান্ত সিং মৃত্যু রহস্যে নয়া মোড় ফাঁস কল লিস্ট নিরুদ্দেশ রিয়া হটাত্‍ হাজির ইডি’র দপ্তরে

    দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: বিহার পুলিশের আগমনে মুম্বাই পুলিশের খাতায় নিরুদ্দিষ্ট রিয়া চক্রবর্তী কে ED গতকালই সমন পাঠিয়েছিল। কিন্তু সমন হাতে পেয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য নতুন করে আবেদন করেছিলেন পরিবার সমেত রাতারাতি গায়েব হয়ে যাওয়া রিয়া চক্রবর্তী। কিন্তু আজ আর শেষরক্ষা হল না। আজ সকাল থেকেই মিডিয়াতে তার কল লিস্ট ফাঁস হয়ে যায়। আর কিছুটা সেই চাপেই মনে হয় ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে এদিন পূর্বনির্ধারিত সময়েই ইডির অফিসে হাজিরা দেন রিয়া।

    কেন্দ্রীয় সরকারের সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের সিবিআই তদন্তে সীলমোহর দেওয়ার পর পরই স্বতঃপ্রণোদিত হয়েই রিয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, এই মামলায় অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁটিয়ে দেখার পরে, রিয়া চক্রবর্তী এবং সুশান্তের বিজনেস ম্যানেজার তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি।

    আজ দুপুর ২.৩০ নাগাদ ইডির অফিসে আসতে দেখা যায় শ্রুতি মোদীকেও। সুশান্তের প্রাক্তন বিজনেস ম্যানেজার ছিলেন শ্রুতি। এই শ্রুতিকেও নিয়োগ করেছিলেন রিয়া। দুপুর তিনটের দিকে ইডি অফিস থেকে বেরিয়ে আসেন সৌভিক। তবে রিয়াকে তখনো জেরা করা চলছে। কিছুক্ষণের মধ্যে জেরা শুরু হয় শ্রুতিরও। উল্লেখ্য, এদিন সকালেই রিয়ার কললিস্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। দেখা যায় গত ছ’মাস রিয়া একাধিকবার কল করেছেন শ্রুতি মোদী ও সুশান্তের বন্ধু পিঠানিকে। এমন কী সেই লিস্টে রয়েছেন মহেশ ভাট ও। এমন কী শেষ কয়েক দিন যখন মুম্বাই পুলিশ বনাম বিহার পুলিশের সংঘাতে সরগরম মিডিয়া, নিরুদ্দেশ হয়েছেন রিয়া, ঠিক সেই সময়ে মুম্বাই পুলিশের সাথে ৫ বার কথা হয়েছে রিয়ার। আজ ফাঁস হয়ে যাওয়া কল লিস্টে সেই বিষয় সামনে এসেছে।

    দেখা গিয়েছে রিয়া প্রায় ৩০০ বারের বেশি ফোনে কথা বলেছেন মহেশের সঙ্গে। এমন কী শেষ কয়েকদিনে, যখন রিয়া অফিসিয়াল রেকর্ডে মিসিং, তখন ও ১৬ বার সে মহেশ ভাটের সাথে কথা বলেছে। শ্রুতির সঙ্গে তাঁর কথা হয়েছে ৮০০ বার। এমন কী নিয়মিত যোগাযোগ রেখেছেন সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে। স্যামুয়েলকে সুশান্তের বাড়িতে নিয়োগ করেছিলেন রিয়াই। অন্যদিকে মুম্বই পুলিশ জানিয়েছিল ১৪ জুনের পর থেকে তারা নাকি স্যামুয়েলের কোনও খোঁজ পায়নি।

    এই বিষয়ে সুশান্তের বন্ধু স্মিতা পারেখের সন্দেহ ছিল পরিচিতদের নম্বর সেভ করা নেই এমন একটি ফোনই সুশান্তকে ব্যবহার করতে দিয়েছিলেন রিয়া। এদিকে তিনি নিজে ব্যবহার করতেন সুশান্তের ফোনটি। এদিকে বিজেপি নেতা আশিস সেলার এদিন অভিযোগ করেন , ‘ এই যড়যন্ত্রের সঙ্গে যুক্ত সুশান্তের মনোরোগ বিশেষজ্ঞও, তিনি সব সত্যি কথা বলছেন না। জেরা করা হোক তাঁকেও’।

    সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন তা যাতে পাটনা থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয় তার জন্য শীর্ষ আদালতে আবেদন করেছিলেন রিয়া। আগামী সপ্তাহেই তার শুনানি রয়েছে।ইতিমধ্যে বিহার পুলিশের কাছে অধরা রিয়া তাঁর আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত ইডির তলব স্থগিত রাখার অনুরোধও জানিয়েছিলেন।

    প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্তের মোট চারটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে দুটি অ্যাকউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে। আর সে টাকা ট্রান্সফার হয়েছে রিয়ার ব্যাংক অ্যাকাউন্ট এ। এছাড়াও মুম্বইয়ের অভিজাত এলাকায় দু দুটি ফ্ল্যাটের মালিক রিয়া। যার মূল্য কয়েক কোটি। রিয়া যেখানে তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন ১৪ লক্ষ টাকা সেখানে এত দামি প্রপার্টি কীভাবে তিনি কিনলেন সেই সমস্ত কাগজই খতিয়ে দেখতে চায় ইডি। এছাড়াও সুশান্তের মৃত্যুর পর তাঁর ইমেল ব্যবহার করেছেন রিয়া। চেঞ্জ করে দিয়েছেন পাসওয়ার্ড। মুছে দিয়েছেন ব্যাংকের আরও গুরুত্বপূর্ণ কিছু নথি। এই ধরণের ক্রিমিনাল আচরণ সন্দেহর তীর যে রিয়ার দিকেই নিয়ে যাচ্ছে বার বার সে বিষয়ে এখন আর কোনো ধন্দ নেই। আর সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে কেন কোনো এফআইআর নেই মুম্বাই পুলিশের খাতায় তা নিয়েও অনেক প্রশ্ন মাথা চারা দিয়ে উঠছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...