দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: দুবাই থেকে দক্ষিনভারতের কালিকট বিমানবন্দরে অবতরনের সময় রান ওয়েতে পিছলে গিয়ে দুর্ঘটনায় পড়েছে একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান। বিমান বন্দর সুত্রে জানা গিয়েছে বিমানটি রান ওয়েতে অবতরণের সময়ে এই দুর্ঘটনা ঘটে এবং বিমানটি আঘাতে দু টুকরো হয়ে গিয়েছে। ১৯১ জন যাত্রী এবং ক্রূ নিয়ে সেটি রানওয়ের পাশের উপত্যকায় গড়িয়ে গিয়েছে। বন্দে ভারত মিশনের অন্তর্গত ছিল এই বিমানটি।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এর প্রধান অরুণ কুমার ফোনে জানিয়েছেন যে এয়ার ইন্ডিয়া লিমিটেডের বিদেশী ইউনিট দ্বারা পরিচালিত বোয়িং সিও ৭৩৭ বিমানটি দুবাই থেকে আসছিল।
এই বিমানটির দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোজিকোডে অবতরণের কথা ছিল। কিন্তু ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার- ২৪-এর একটি প্লেব্যাক অনুসারে, বিমানটি বিমানবন্দরটির ওপরে নামার আগে বেশ কয়েকবার প্রদক্ষিণ করেছিল। এটা একটি টেবিল টপ রানওয়ে হওয়ায় অবতরণের জন্যে খুব সংযত ভাবে নিয়ন্ত্রণ করতে হয়। বৃষ্টির জন্যে দৃশ্যমানতার অভাব হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
বিমানবন্দর সুত্রে আরও জানা গিয়েছে যে একজন পাইলট মারা গিয়েছেন আর এক জন গুরুতর ভাবে আহত। দুজন যাত্রী নিহত হয়েছেন। যাত্রীদের মধ্যে ১০ জন বাচ্চা। পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওযা হয়েছে ২৫-৩০ জন যাত্রীকে। এখনো বিমানের ভেতরে আটকে আছেন অনেক যাত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিআরএফ কে উদ্ধারের কাজে নামতে বলেছেন। কেরলের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে নজরে রেখেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১০ সালে ভারতে সর্বশেষ মারাত্মক বিমান দুর্ঘটনাটি ঘটেছিল। যখন একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বোয়িং Co বিমান রানওয়েতে পিছলে পরে আগুনে পুড়ে যায়। ওই দুর্ঘটনায় ১৫৮ জন নিহত হন। এটি গত এক দশকে ভারতে যাত্রী বিমানের প্রথম মারাত্মক দুর্ঘটনা ছিল।