দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পর নরেন্দ্র মোদী ক্যাবিনেটের আরও এক করোনা সদস্য আক্রান্ত হলেন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে শনিবার সন্ধ্যায় করোনা পসিটিভ পাওয়া গেছে । যার পরে তাকে এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। মেঘওয়াল বর্তমানে কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী এবং সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি রাজস্থানের বিকানের লোকসভা আসন থেকে সংসদ সদস্য।
অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধমেন্দ্র প্রধান, মধ্য প্রদেশের মুখ্য মন্ত্রী শিবরাজ সিং চৌহান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা, উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি স্বাধীন দেব সিংহ এবং তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাধীন দেব সিংহ তার নিজের বাড়িতেই কোয়ারান্টাইনে আছেন, অন্য সমস্ত নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েক দিন আগে মেঘওয়ালকে এক ভিডিওতে ‘ভাবি জি পাঁপড়’ নামে একটি ব্র্যান্ডের সম্পর্কে বলতে শোনা গিয়েছিল, যেখানে তিনি বলেছিলেন এই পাঁপড় খেলে দেহে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার অ্যান্টিবডি তৈরী হয়। যা নিয়ে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে হয়েছিল।