দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী। গত ২৪ ঘণ্টায় আরও আক্রান্ত হয়েছেন ৬২,০৬৪ জন। এক হাজারেরও বেশি মানুষের মৃ্ত্যু হয়েছে। গত শুক্রবার দৈনিক সংক্রমণ বেড়ে ৬২ হাজারের কোটা ছুঁয়ে ছিলো। আজ সোমবার পর্যন্ত এখনো সেই ধারাই অব্যহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০০৭ জনের মৃত্যু হয়েছে।
ঠিক এইরকম একটি মূহুর্তে জানা গিয়েছে কোভিড-১৯ ভাইরাসের স্পর্শে এবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আজ একটি টুইট করে তিনি জানিয়েছেন যে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সেই সাথে গত কয়েকদিনে ওনার সংস্পর্শে আসা সকলকেই আইসলেশনে থাকার এবং সেই সাথে সাথে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।
তাঁর টুইট উদ্ধৃত করে জানা গিয়েছে তিনি অন্য একটি চিকিত্সার জন্য হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। আজ সেই রিপোর্ট এসেছে আর তার ফলাফল পজিটিভ। তিনি গত সপ্তাহে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে অনুরোধ রেখেছেন যেন তাঁরা নিজেদের কে আইসোলেশনে রাখেন এবং প্রয়োজনে কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।
এই খবর প্রকাশ হতেই নানা রাজনৈতিক মহল থেকে প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করে টুইট হয়েছে। উল্লেখ্য গতকালই কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি গত সপ্তাহের শুরুর দিকে বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাঁকে মেদন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁকে AIIMS এর কিছু অভিজ্ঞ ডাক্তারদের তৈরি বোর্ড দেখাশোনা করছে।
যদিও গতকাল বিহারের বিজেপি নেতা মনোজ তিওয়ারী একটি ভূয়ো টুইট করে অমিত শাহ জীর নতুন করে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ বলে প্রচার করে ফেলেছিলেন তবে পরবর্তীতে সত্যতা যাচাই করে জানা যায়, সেরকম কোনো পরীক্ষা করা হয় নি এখনো। তবে গুরুগ্রামের ওই হাসপাতালে অমিত শাহজীর পরিস্থিতি স্থিতিশীল ও ক্রমশ উন্নতি হচ্ছে।
এছাড়াও গত কয়েক দিনের মধ্যে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা ও তাঁর মেয়ে এবং তাঁর ক্যাবিনেটের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু। বর্তমানে ইয়েদুরাপ্পাকে বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারামাইয়া। তিনিও নিজেই এই খবর জানান। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানা গিয়েছে এই মূহুর্তে , দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২,০৫,০৭৫ জন। চিকিত্সাধীন ৬,৩৪,৯৪৫ জন। ১৫,৩৫,৭৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৬৯.৩৩%। ৫৪,৮৫৯ জন গত ২৪ ঘণ্টা সেরে উঠেছেন। মোট মৃতের সংখ্যা ৪৪,৩৮৬। ২.০০ শতাংশ হারে মৃত্যু ঘটছে।
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ৪,৭৭,০২৩ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা পরীক্ষা হয়েছে ২.৪৫ কোটি মানুষের। স্বাস্থ্য মন্ত্রকের মতে এখন টেস্ট করার গতি বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের পরিমাণে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিসংখ্যাণের পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে তুলছে উপসর্গহীন করোনা আক্রান্তরা।