28 C
Kolkata
Monday, October 2, 2023
More

    অবশেষে যবনিকা পতন রাজস্থানী নাটকের শচীন-রাহুল বৈঠকে বরফ গলার ইঙ্গিত

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করলেন শচীন পাইলট। আর উস্কে দিলেন জল্পনা। তাহলে কী মিটতে চলেছে রাজস্থান কংগ্রেসে দ্বন্দ্ব?

    দলীয় সূত্রে খবর, কংগ্রেস সাংসদের বাসভবনে পাইলট তার সহযোগী বিধায়কদের সাথে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা এবং কেসি ভেনুগোপাল এবং দলের সিনিয়র নেতা আহমেদ প্যাটেলের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটির সাথে বৈঠক হয়।

    আজ রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী এবং দলের নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা এবং রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি একটি টুইট করে বলেন যে- “আমাদের অভিযোগ উল্লেখ এবং মোকাবেলা করার জন্য আমি সোনিয়াজি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আইএনসি ইন্ডিয়ার নেতাদের ধন্যবাদ জানাই। রাজস্থানের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে আমি আমার বিশ্বাসে অনড় এবং একটি উন্নত ভারত গঠনের লক্ষ্যে কাজ চালিয়ে যাব।”

    সোমবার টুইটারে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি দলের নেতা শচীন পাইলটকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন -“স্বাগতম শচীন। রাজস্থান ভবনের একটি গঠনমূলক এবং উপভোগ্য পর্যায় তোমার জন্যে অপেক্ষা করছে। রাহুল গান্ধীর অধীনে দলভিত্তিক কাজের জন্য অভিনন্দন, তার কর্মঠ দল, আইএনসিএল ভেনুগোপাল, সুরজেওয়ালা মাকেন, যিনি আমার নিজের রাজ্যের বাসিন্দাই হয়ে ছিলেন। গেহলটের ভোট সংক্রান্ত সহজাত প্রবৃত্তি ভুলে যাওয়া উচিত নয় যা খুব কমই তাকে ব্যর্থতার মুখ দেখায়”।

    পাইলট শিবির সূত্রে খবর, প্রায় দু’ঘণ্টা ধরে চলেছে এই বৈঠক। সুত্র মারফত জানা গিয়েছে যে দলেই ফিরতে চলেছেন পাইলট। তাঁর বিক্ষোভ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করবে হাইকমান্ড। আর সে রাজ্যে চলা প্রবীণ বনাম নবীন দ্বন্দ্বকে মাটি চাপা দিতে রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন গান্ধি পরিবারের দূতেরা।

    গত প্রায় একমাস তীব্র বিতণ্ডা পর চলতি মাসে আলোচনার রাস্তা খুলতে গান্ধি পরিবার সদর দরজা খোলে। গত একসপ্তাহ ধরে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করেন রাহুল এবং শচীন ঘনিষ্ঠরা। মূলত কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে শচীন পাইলটের সাম্প্রতিক বৈঠকের পরেই এই বরফ গলার ইঙ্গিত।

    এক বিবৃতিতে ভেনুগোপাল বলেন-“শচীন পাইলট প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন এবং বিস্তারিতভাবে তার অভিযোগ প্রকাশ করেছেন। তারা একটি খোলামেলা, বিস্তৃত এবং চূড়ান্ত আলোচনা করেছেন। পাইলট কংগ্রেস দল এবং রাজস্থানের কংগ্রেস সরকারের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    চলতি আইএসএলে জয়যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজে থেকে খেলতে নেমেছিল হায়দরাবাদ। তার কারণ এটাই তাদের প্রথম...

    জানেন ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি ? উপসর্গ দেখে সতর্ক হোন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ডেঙ্গির জ্বর মৃদু ও গুরুতর উভয় ধরনের হতে পারে। এমন পরস্থিতিতে এর লক্ষণও...

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...