দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল টুইট করে জানিয়েছিলেন তাঁর রিপোর্ট এ করোনা পজিটিভ ধরা পরেছে আর রাতেই মস্তিষ্কে অস্ত্রপচার হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী’র। এরপর বেশি রাতে জানা যায়, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। দিল্লিতে রাতেই সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে দীর্ঘক্ষণ অস্ত্রোপচার করে ওনার মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত বের করা হয়েছে। অস্ত্রোপচার সফল বলে জানিয়েছিলেন ডাক্তার রা। এর পর প্রাক্তন রাষ্ট্রপতিকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু এই মূহুর্তে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। আজ দুপুর ৩ টে থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে।
সূত্র মারফত জানা গিয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির বয়স ৮৪ পেরিয়েছে। এর মধ্যে রবিবার রাতে বাথরুমে পড়ে যান তিনি। এতে তাঁর কপাল ও রগে চোট লাগে। সোমবার সকালে চিকিত্সার জন্যে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সিটি স্ক্যানেই প্রথম ধরা পড়ে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার বিষয়টি। ডাক্তারি পরিভাষায় একে বলে ‘সাবডিউরাল হেমাটোমা’। ডাক্তাররা ঝুঁকি না-নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও ৭২ ঘণ্টার পর্যবেক্ষণের কথা জানান ডাক্তাররা।
উল্লেখ্য, আজ থেকে বছর ছ’য়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেয়। আর তারপর থেকেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। এদিন রুটিন চেকাপ ও আগের দিনের দুর্ঘটনার জন্যই তিনি দিল্লির ওই হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তাঁর সোয়াব টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসতেই সোমবার দুপুরে তিনি টুইট করেন, ‘অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা যেন আইসোলেশনে যান এবং কোভিড-১৯ পরীক্ষা করান।’
প্রাক্তন রাষ্ট্রপতির শারিরীক সমস্যা বৃদ্ধি পাওয়ায় দেশের রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য সক্রিয়তা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে তাঁর মেয়ের কাছ থেকে বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
অন্যদিকে তাঁর বীরভূমের কীর্ণাহারের বাড়িতে আরোগ্য কামনায় শুরু হয়েছে পুজা-হোম। তাঁর পরিজন সহ বহু অনুগামীরা যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। সবার একটাই প্রার্থনা সুস্থ হয়ে উঠুন প্রাক্তন রাষ্ট্রপতি।