30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    “স্বচ্ছ কর ব্যবস্থা, সৎ করদাতাদের সম্মান” -নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: স্বাধীনতা দিবসের দুদিন আগে অর্থাৎ আজ ১৩’ই আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভার্চুয়াল বৈঠকে পর্দা উন্মোচন করলেন এক নতুন প্রকল্পের যা “ভারতের কর ব্যবস্থার সংশোধন ও সরলীকরণ” করে দেশের মানুষের কর প্রদান পদ্ধতিকে আরও সহজ করে তুলবে।

    এই বৈঠকে উপস্থিত ছিলেন আয়কর বিভাগের সকল প্রধান প্রধান প্রধান কমিশনাররা। “ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন-অনারিং দ্যা অনেস্ট” বা “স্বচ্ছ কর ব্যবস্থা-সৎ করদাতাদের সম্মান” নামে একটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন। এই নতুন প্ল্যাটফর্ম চালু করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন এই আয়কর প্রদানে স্বচ্ছতা আসলে দেশের সৎ করদাতাদেরই সম্মান জানানোরই একটি প্রক্রিয়া। তিনি বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করে আরও বলেন যে- “দেশের সৎ করদাতারা সবসময়ই দেশ গঠনে একটি বড় ভূমিকা পালন করেছেন … আজ এই নয়াসুযোগ-সুবিধাগুলো ওই সৎ করদাতাদের সম্মান জানানোর জন্যই, আর তাঁদের জন্যই সরকারের তরফে এই উদ্যোগ।”

    প্রধানমন্ত্রী জানান- “করবিভাগের সব কর্মী ও আধিকারিকদের শুভ কামনা জানিয়ে আমি এই নয়া ব্যবস্থার উপর থেকে পর্দা উন্মোচন করছি। এই নতুন ব্যবস্থার মাধ্যমে করদানে জটিলতা কমবে। করদাতাদের বিশেষ সুবিধা হবে এই প্ল্যাটফর্মে। এছাড়াও করদাতাদের সুবিধার্থে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস আরও পদক্ষেপ নেবে। এই পদক্ষেপ ভারতের উন্নয়নে একটি বড় পদক্ষেপ। কেন্দ্রের এই পদক্ষেপে করব্যবস্থায় স্বচ্ছতা আসবে।”

    “ভারতের কর ব্যবস্থার পুনর্গঠন প্রয়োজনীয় ছিল। নতুন করব্যবস্থার সুফল পাচ্ছেন দেশবাসী। করোনার এই সংকট মুহূর্তে ভারতে রেকর্ড সংখ্যক বিদেশি বিনিয়োগ এসেছে। তাই কর ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে চায় কেন্দ্র। এই প্লাটফর্ম চালু করা হল কর সংস্কারের যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে। সৎকরদাতারা দীর্ঘদিন ধরে প্রতারিত হয়েছেন”, একথাও বলেন প্রধানমন্ত্রী।

    আজ প্রধানমন্ত্রীর ভাষণ।

    বুধবারই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানায় যে, আয়কর দফতর গত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। কর্পোরেট করের হার ৩০ থেকে ২২ শতাংশে নামানো হয়েছে। নতুন কারখানার ক্ষেত্রে কর কমিয়ে করা হয়েছে ১৫ শতাংশ। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতেও একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। এছাড়াও আয়কর বিভাগ সেই সব বিদেশী সংস্থাগুলিকে কিছু শর্ত সাপেক্ষে প্যান পাওয়া থেকে অব্যাহতি দিয়েছে যারা আইএফএসসি (IFSC) দ্বারা পরিচালিত এআইএফএস (AIFs) এ ইনভেস্ট করেছিল। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ) বলতে ভারতে প্রতিষ্ঠিত বা সমন্বিত যে কোন তহবিলকে বোঝায় যা একটি ব্যক্তিগত ভাবে তৈরি (পুল) করা বিনিয়োগ যান যা ভারতীয় বা বিদেশী যাই হোক না কেন, অত্যাধুনিক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে।

    এই বিষয়ে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) একটি নতুন নিয়ম ১১৪এএবি সন্নিবেশ করেছে যা বলে যে সেই শ্রেণী অথবা শ্রেণীর ব্যক্তিরা, যাদের কাছে বাধ্যতামূলক প্যান পাওয়ার জন্য আয়কর আইনের ১৩৯এ ধারা আবশ্যক ছিল তা আর প্রযোজ্য হবে না।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...