29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দ্বিতীয় দফার ট্রায়াল শুরু করবে কোভ্যাক্সিন জানিয়েছে ভারত বায়োটেক

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: ইতিমধ্যে রাশিয়া ভ্যাকসিন তৈরির দৌড়ে সবাই কে পেছনে ফেলে হাতে ট্রফি তুলে নিলেও সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন তৈরিই লক্ষ্য ভারতের বিজ্ঞানীদের। ইতিমধ্যে ভারত বায়োটেকের আবিষ্কৃত কোভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা বেশির ভাগ কেন্দ্রেই সফলতার সাথে সম্পন্ন হয়েছে। সেই সাফল্য কে নজরে রেখেই মানব শরীরে দ্বিতীয় দফার ট্রায়ালের জন্যে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারত বায়োটেক সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই শুরু করবে দ্বিতীয় দফার ট্রায়াল।

    বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম ট্রায়ালে নাগপুরের একটি বাছাই করা সেন্টারে মোট ৫৫ জন সুস্থ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এই কর্মযজ্ঞের প্রধান জানিয়েছেন, ‘প্রথম ডোজ দেওয়ার পর মাত্র দু’জনের সামান্য জ্বর এসেছিল। তবে কয়েক ঘন্টার মধ্যেই তাঁরা সুস্থ হয়ে ওঠেন। বাইরে থেকে কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন পড়েনি।’ গত ১০ ও ১২’ই আগস্ট দ্বিতীয় দফার ডোজ দেওয়া হয় সাত জনকে। বৃহস্পতিবার মানে ১৩ তারিখ COVAXIN-এর দ্বিতীয় ডোজ দেওয়া হয় ১৩ জনকে।

    সুত্র মারফত্ খবর প্রাথমিকভাবে দিল্লির AIIMS ছাড়া বাকি সব কেন্দ্রেই ট্রায়ার সম্পূর্ণ হয়েছে। প্রথমে ঠিক ছিল দিল্লি’র AIIMS ক্লিনিকাল ট্রায়ালের জন্যে ১০০ জনকে নিয়োগ করবে। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১৬ জন স্বেচ্ছাসেবীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করতে পেরেছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম ক্লিনিকাল ট্রায়ালের জন্যে মোট ১২টি কেন্দ্রে ৩৭৫ জনকে নিয়োগ করা হয়েছিল। ICMR সুত্রে খবর বায়োটেক প্রথম দফার ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল শীঘ্রই জমা দেবে।

    অন্যদিকে, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ভারতে Covishield-এর দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি পেয়েছে। এই অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। উল্লেখ্য, ইতিমধ্যেই সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আসট্রাজেনেকা-র সঙ্গে যৌথ উদ্যোগে প্রস্তুত এই ভ্যাকসিন Covishield প্রস্তুতের কাজে হাত দিয়েছে। সংস্থার মুখ্য নির্বাহক আদার পূণাওয়ালা জানিয়েছেন যে তাঁদের পরিকল্পনা অনুযায়ী আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই তারা দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়াল শুরু করতে পারবে।

    অন্যদিকে জায়ডাস ক্যাডিলা (Zydus Cadila) কোম্পানী-র তরফেও জানানো হয়েছে তাদের ভ্যাকসিন ZyCOV-D-র প্রথম দফার ট্রায়ার সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় দফার ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে । জায়ডাস ক্যাডিলা’র পক্ষ থেকে গুজরাটের আমদাবাদের ১ হাজার সুস্থ মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...