দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: আজ শুক্রবার বিকেল ৫ টা দশ নাগাদ অমিত শাহজি টুইট করে জানান যে আজ তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেতিবাচক এসেছে। তিনি টুইটে লিখেছেন -” আজ আমার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বর কে ধন্যবাদ জানাই। এই কঠিন মূহুর্তে আমাই আর আমার পরিজনদের যাঁরা শক্তি ও সাহস যুগিয়েছেন আমি তাদের প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞতা ব্যক্ত করছি। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আরও কিছু দিন আমায় আইসলেশনে থাকতে হবে।”
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী গত ২’রা আগস্ট বিকেলের দিকে একটি টুইট করে জানান-” যে প্রাথমিক কিছু লক্ষণ দেখতে পাওয়ায় আমি করোনা টেস্ট করিয়েছিলাম সেখানে আমার রিপোর্ট পজিটিভ এসেছে, ডাক্তারদের পরামর্শ মেনেই আমি হসপিটালে ভর্তি হচ্ছি।” অমিত জি’র সেই টুইতে মুহুর্তেই শোরগোল পড়ে যায়। রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ তাঁর দ্রুত আরগ্যের প্রার্থনা করেন। অমিত জি সেই সময়ে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে মেদন্ত ও দিল্লির AIIMS হাসপাতালের একটি অভিজ্ঞ বোর্ড ২৪ ঘণ্টা তাঁর খেয়াল রাখছিলেন।
এদিকে আজ দেশে এই মূহুর্তে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৬৫ হাজার ৬৬২ জনের মাত্রা স্পর্শ করেছে। মৃত্যু হয়েছে ৪৮, ১৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের পরিমাণ ৬৪, ১৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০৬ জনের।
অমিত জি তাঁর দ্বিতীয় টুইটে লেখেন- “আমি মেদন্ত হাসপাতলের সকল ডাক্তার ও প্যারামেডিক্যাল স্টাফদের পড়তিও আমার কৃতজ্ঞতা যাঁরা আমাকে করোনা সংক্রমণের সাথে লড়াই করতে যত্নের সাথে সহায়তা ও শুশ্রষা করেছেন।”
প্রসঙ্গত উল্লেখ্য অমিত শাহ জি’র পর পরই দক্ষিণ ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও করোনা পজিটিভ ধরা পড়েন কিন্তু তিনিও মাত্র ৯ দিনেই সুস্থ হয়ে উঠেছিলেন। অমিত শাহ জি’র করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার ৩ দিন পরই ঐতিহাসিক রাম মন্দিরের ভূমি পুজো ছিল। সেখানে মোদীজির সাথে তাঁর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি সেখানে এই কারণেই উপস্থিত থাকতে পারেন নি।
তাঁর সুস্থতার খবরে রাজনৈতিক মহলে আনন্দের রেশ দেখা গিয়েছে। বিশেষ করে নেটিজেনরা তাঁকে বিভিন্ন ছবি ও কমেন্টের মাধ্যমে নতুন করে নিজের কার্যভর সামলে নেওয়ার জন্যে আহ্বান জানিয়েছেন।