দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: আগস্টের শুরুতেই করোনা আক্রান্ত গায়ক এসপি বালাসুহ্মণ্যমকে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে ভরতি করা হয়েছিল। আজ হাসপাতাল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এই প্রখ্যাত গায়ক-অভিনেতার শারীরিক অবস্থার ভীষণ অবনতি হয়েছে। প্রথমে তাঁকে আইসিইউ তে রাখা হয়েছিল পড়ে পরিস্থিতি বেগতিক হওয়ার জন্যে তাঁকে লাইফ সাপোর্ট অর্থাৎ ভেন্টিলেটরে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৫’ই আগস্ট বুধবার, গায়ক তাঁর ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেন। সেখানেই তিনি জানান, বিগত বেশ কয়েকদিন ধরেই তাঁর শরীর অল্প অল্প করে খারাপ হচ্ছিল। বুকেও সামান্য ব্যথা অনুভব করছিলেন। উপসর্গের মধ্যে ছিল ঠাণ্ডা লাগা আর শুকনো কাশি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে শরীর অসুস্থ হতেই চিকিৎসা শুরু করেন। কোভিড পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে চিকিৎসকরা তাঁকে তখনই হাসপাতাল ভরতি হতে বারণ করেছিলেন। কিন্তু এসপি বালাসুহ্মণ্যম বলেছিলেন, যেহেতু বাড়িতে তাঁর পরিবার রয়েছে তাই তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান।
সেই মত তাঁকে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ ৮ দিন পর শুক্রবার বিকেলে একটি মেডিক্যাল বিবৃতি জারি করে হাসপাতালের তরফে বলা হয়েছে, ‘১৩’ই আগস্ট গভীর রাতে হটাত্ ই তাঁর অবস্থার অবনতি ঘটে। সেই মূহুর্তে উপস্থিত চিকিৎসা বিশেষজ্ঞ দলের পরামর্শে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। শেষ খবর পাওয়া অবধি তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাঁর অবস্থা এখনও যথেষ্ট গুরুতর।’
সম্প্রতি করোনা নিয়ে একটি বিশেষ গান তৈরির জন্যে কিংবদন্তী গীতিকার ভাইরামুথুর সঙ্গে হাত মিলিয়েছিলেন এসপি। করোনা নিয়ে জনমানসে সতর্কতা তৈরির জন্যেই এই গান তৈরি হবে।
তবে সেলিব্রিটিদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়, ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের পরিবার, বাহুবলি খ্যাত পরিচালক রাজামৌলি -সহ বিনোদন জগতের অনেকেই বিশেষ করে যাঁরা ভিড়ের মধ্যে কাজ করেছিলেন তাঁরা করোনার কবলে পড়েছেন। এসপি বালাসুব্রহ্মণ্যম এর আরোগ্য প্রার্থনা করে নেটিজেন রা টুইট, কমেন্ট করছেন। সকলেই চাইছেন ‘সাজন’, ‘হাম আপকে হ্যাঁয় কৌন’ খ্যাত গায়কের সুস্থ প্রত্যাবর্তণ।