দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :লাল কেল্লায় দেশের 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেলেন যে তিনি আত্মবিশ্বাসী যে ভারত তার 130 কোটি দেশবাসীর সংকল্প শক্তির জোরে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করবেই। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছিলেন যে দেশটি একটি ‘বিশিষ্ট’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলছিলেন, ‘করোনার ভাইরাসের এই অসাধারণ সময়ে আমাদের সেবা পরম ধর্মের ভাবনা নিয়ে নিজের জীবন তুচ্ছ করে আমাদের ডাক্তার, নার্স, পেরামেডিক্যাল স্টাফ, অ্যাম্বুলেন্স কর্মী, সাফাই কর্মী, পুলিশ কর্মী এবং অন্যান্য সংশিষ্ট কর্মীরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেছিলেন যে এই করোনার যোদ্ধাদের জন্য পুরো দেশ গর্বিত।
প্রধানমন্ত্রী করোনার সময়কালে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই উপলক্ষে তিনি স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগকারী সকল যোদ্ধাদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন। সম্মোধনের আগে লাল কেল্লায় পৌঁছে প্রধানমন্ত্রী তিরঙ্গা পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানান।