স্বাধীনতা দিবসের পাশাপাশি আমাদের দৈনন্দিন সরকারী বিভিন্ন কাজের যায়গায় আমরা জাতীয় পতাকা ব্যবহার করে থাকি। কিন্তু কাজের এবং আকার ভেদে সাধারণত: জাতীয় পতাকা ভিন্ন হয়ে থাকে। আজ জেনে নেওয়া যাক সেই তথ্য। আমাদের দেশের জাতীয় পতাকা আয়তক্ষেত্র বিশিষ্ট। এই পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের দেড়গুণ হয়। এছাড়াও সবচেয়ে উঁচু স্থানের জন্য পতাকার এই দৈর্ঘ্য ২১ ইঞ্চি বাই ১৪ ইঞ্চি।
লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন এবং কামান বাহি শপথের জন্য ১২ ফুট বাই ৮ ফুট।
সংসদ ও মাঝারি ধরনের সরকারি বাড়ি’র ক্ষেত্রে ৯ ফুট বাই ৬ ফুট।
ছোট সরকারি বাড়ি বা রাষ্ট্রীয় ও সামাজিক শোক যাত্রায় ৬ ফুট বাই ৪ ফুট।
আরো ছোটো সরকারি বাড়িতে ৪.৫ ফুট বাই ৩ ফুট।
ঘরের দেওয়ালে ৩ ফুট বাই ২ ফুট।
সম্মানিত ব্যক্তিদের বিমানে এবং রাষ্ট্রপতির ভ্রমণ যানে ১৮ ইঞ্চি বাই ১২ ইঞ্চি।
সম্মানিত ব্যক্তিদের গাড়িতে দু দিকে মুখ করে দুটি পতাকা ৯ ইঞ্চি বাই ৬ ইঞ্চি। এবং টেবিলে রাখার জন্য ৬ ইঞ্চি বাই ৪ ইঞ্চি মাপের জাতীয় পতাকা আদর্শ মাপ হিসেবে পরিগণিত হয়।
ভিন্ন ধরনের পতাকা ব্যবহার করতে হলে তা সরকারি আলাপ-আলোচনার মাধ্যমে আইনগ্রাহ্য, অন্যথায় দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হয়।