দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: ৭৪’তম স্বাধীনতা দিবসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘এক দেশ এক হেলথ কার্ড’ বা ‘ওয়ান নেশন ওয়ান হেলথ কার্ড’ এর কথা ঘোষণা করেন তিনি তাঁর বক্তব্যে। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে ‘এক দেশ এক হেলথ কার্ড’ প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিলেন যা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব আনবে বলে তিনি জানান।
কী এই হেলথ কার্ড? এটি আধার কার্ড এর মতই একটি প্রি-রেজিস্টার্ড কার্ড। এই কার্ডে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করা থাকবে। অর্থাত্ এই কার্ডে ব্যক্তির রোগের যাবতীয় রেকর্ড, কোন ডাক্তারকে কবে দেখিয়েছেন, কী কী ওষুধ দেওয়া ছিল তা সব রেকর্ড থাকবে। ভারতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন (এন ডি এইচ এম) যা প্রধানমন্ত্রীর জনস্বাস্থ্য যোজনার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় এই কার্ড দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষনে বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে একটি করে এই কার্ড থাকবে। এর ফলস্বরূপ ব্যক্তি যতবার মেডিকেল চেকআপের জন্য কোন ডাক্তারের কাছে বা কোনো ফার্মেসিতে যাবেন ঠিক ততবারই তার যাবতীয় তথ্য ওই হেল্থ কার্ডে জমা হবে। ব্যক্তি কোথায় কোন ডাক্তার দেখাচ্ছেন, কি কি ওষুধ খাচ্ছেন, তার যাবতীয় তথ্য সেই কার্ডে নথিভূক্ত করা থাকবে। এই কার্ডে চিকিৎসকদের নামের তালিকাসহ দেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে।
এদিন ভাষনে প্রধানমন্ত্রী আরও জানান যে নাগরিকদের মেডিক্যাল ডেটা রাখার জন্য হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসকদের একটি সার্ভারের সাথে যুক্ত করা হবে। তবে তিনি আরও বলেন যে, এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। প্রত্যেক নাগরিক এই কার্ড তৈরি করতে পারবে। ভবিষ্যতে ব্যক্তি কোনরকম চিকিৎসা বা টেস্ট করালে তা এই সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে। এই কার্ড থেকে তথ্য পাচার হওয়ার কোন সম্ভাবনা থাকছে না বলে দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ৪৭০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।তবে এই প্রকল্পের জন্য আরো ৫০০ কোটি টাকা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্কিমের বৃহত্তম সুবিধা এই যে, কোনো ব্যক্তি ভারতের যেই হাসপাতাল, ফার্মেসি বা ডাক্তারের কাছেই যান না কেনো তাকে এবার নিজের সাথে সমস্ত প্রেসক্রিপশন ও রিপোর্ট কার্ড একসাথে বয়ে নিয়ে যেতে হবে না। ডাক্তার ব্যক্তির হেলথ কার্ড স্ক্যান করে ডাক্তারের নিজস্ব আইডির মাধ্যমে রোগীর এই রেকর্ড গুলি দেখতে সক্ষম হবেন।
এছাড়া এদিন তিনি দেশে আয়ুষ্মান ভারত যোজনা লাভ ও অসুবিধা নিয়ে বার্তাও দেন। বিশেষজ্ঞদের মতে, ‘দেশের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটি এক উল্লেখযোগ্য পদক্ষেপ হতে চলেছে বলে আশা করা যাচ্ছে এবং করোনা আবহে এই হেলথ কার্ড দেশের জনস্বাস্থ্যে একটি বেশ বড় পদক্ষেপ’।