দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: ১৭’ই আগস্ট সাত সকালেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে। ওই বিল্ডিং এর সপ্তম তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছয়।
সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলেই শোনা যাচ্ছে। দমকল বিভাগের অনুমান শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আগে বিস্তারিত জানা সম্ভব নয়। দমকল ও পার্লামেণ্টের সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
দমকল সুত্রে খবর অ্যানেক্স বিল্ডিংয়ের সপ্তম তলার ছয় নম্বর ঘরটিতে আগুন লেগেছিল। তবে জানা যাচ্ছে যে আগুনে পুড়ে গিয়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা ওই শুধুমাত্র ওই ঘরটিতেই সীমাবদ্ধ। দমকলকর্মীদের উপস্থিত বুদ্ধি, অভিজ্ঞতা ও তৎপরতায় আগুন অন্য কোনও ঘরে ছড়িয়ে পড়েনি।
দিল্লির অগ্নিনির্বাপক বিভাগের নির্দেশক অতুল গর্গ বলেছেন, “সকাল সাড়ে ৭টা নাগাদ আগুন লেগেছে জানিয়ে একটি ফোন কল আসে। প্রাথমিক ভাবে আমরা অনুমান করছি যে শর্ট সার্কিটের ফলেই এই আগুন লাগার সূত্রপাত। তবে স্বস্তির খবর এই যে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
গত ২৩ শে মার্চ বাজেট অধিবেশন স্থগিত করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনে ২৫ মার্চ থেকে সারা দেশে কড়া লকডাউন ঘোষণার কয়েক দিন আগে থেকেই সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। ।
সংসদের বাদল অধিবেশন ২৩ সেপ্টেম্বরের আগেই শুরু হওয়ার কথা। কারণ সংসদের নিয়ম অনুযায়ী দুটি অধিবেশনের মধ্যে ৬ মাসের বেশি ব্যবধান থাকতে পারে না। রবিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, এই অধিবেশন শুরুর প্রস্তুতি চলছে। সে উপলক্ষে লোকসভা ও রাজ্যসভায় আসন্ন অধিবেশনের জন্য দুই কক্ষেরই বিভিন্ন ঘর এবং গ্যালারি স্যানিটাইজার দিয়ে জীবাণু মুক্ত করা হচ্ছে।