দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের হাসপাতালে ভর্তি।দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মূলত শরীরে ক্লান্তি ও ব্যথা অনুভব করায় চিকিৎসার কারণে তাকে ভর্তি হতে হয় হাসপাতালে এমনটাই জানিয়েছেন তিনি।
১৪ই আগস্ট করোণা আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা অমিতা শাহ।এবং করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন একথা তিনি নিজেই জানিয়েছিলেন টুইটে। এবং পাশাপাশি তিনি এও বলেছিলেন যে, তার সঙ্গে থাকা সবাইকে তিনি কোয়ারেন্টিনে যাবার নির্দেশ দিয়েছেন।তবে পরবর্তী কয়েক সপ্তাহে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছেন তিনি। ফিরে এসে দেশের হাল ও ধরেছিলেন তবে কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।অসুস্থতার জেরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তিও হতে হয় তাকে। মূলত শরীরে ক্লান্তি ও ব্যথা অনুভব করায় তাকে ভর্তি হতে হয় এমনটাই দাবি হাসপাতালের।