দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে মেঘালয়ে নতুন রাজ্যপাল নিয়োগ স্থগিত থাকায় মেয়াদ উত্তীর্ণ রাজ্যপাল হিসেবেই এতদিন কাজ চালিয়ে যাচ্ছিলেন তথাগত রায়। গত মে মাসেই মেঘালয়ের রাজ্যপাল পদে তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। অবশেষে কেন্দ্রীয় সরকার বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়কে রাজ্যপাল পদ থেকে অব্যাহতি দিল। তাঁর জায়গায় এলেন সত্যপাল মালিক। কে এই সত্যপাল মালিক? ইনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। যাঁর শাসনকালেই কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র।
কিন্তু তথাগত রায় কে নিয়ে বঙ্গ রাজনীতিতে আবার জল্পনা শুরু। তাঁর যথেষ্ট কারণ রয়েছে, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজ্যপালের পদ থেকে অব্যাহতি পাওয়ার পরই বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে পাঁচিল ভাঙার বিষয়ে মন্তব্য করেছেন। রাজ্যের শাসকদল তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। তবে তথাগত রায়ের এই আচরণ নতুন নয়, এর আগে মেঘালয়ের রাজ্যপাল পদে থাকার সময়ও তাঁকে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক মন্তব্য করতে দেখা গিয়েছে। অনেক বিশেষজ্ঞদের মতে, রাজ্যপাল পদের মেয়াদ শেষের পর আবার মূলস্রোতের রাজনীতিতে ফিরবেন বলেই এই ধরণের মন্তব্য করতেন।
সম্প্রতি তাঁর মন্তব্যে ধরা পড়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী পদে বসতেও রাজি। বলেছেন- “দল যদি মুখ্যমন্ত্রী পদে আমাকে যোগ্য মনে করে, আমার তাহলে আপত্তি নেই।”। যদিও রাজ্য বিজেপির অন্দরে চাপা ক্ষোভ আছে বলে অনেকে মনে করেন। আর তার কারণেই তথাগতকে রাজ্য থেকে সরিয়ে মেঘালয়ে পাঠানো হয়েছিল বলে বিজেপির অন্দরে গোপন খবর। কিন্তু এবার তাঁর প্রত্যাবর্তনে বঙ্গ বিজিপির কোন স্রোত তাঁকে হাল বাইতে দেয় সেটা সময়ের অপেক্ষা।
যদিও তথাগতর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরোধ সর্বজনবিদিত। সম্প্রতি প্রয়াত হিন্দু সংহতি নেতা তপন ঘোষের স্মরণে এক ভিডিয়ো কনফারেন্স আলোচনা সভায় তথাগত বলে বসেন, ‘গোরুর দুধে সোনা পাওয়া যায় কিংবা গোমূত্র নিয়ে কথা বললে বাঙালির মন পাওয়া যাবে না।’ তাঁর এই ব্যক্তিগত আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকেই ইঙ্গিত্ করেছে বলে মনে করেন দলের অনেকেই।
অন্যদিকে যখন বিজেপি নেতা মুকুল রায়ের তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে তখন সেই মূহুর্তে বঙ্গ বিজেপিতে তথাগত রায়ের প্রবেশ রাজ্য বিজেপিতে দিলীপ বিরোধীদের পালে হাওয়া দেবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যদিও তথাগত বাবুর কোনো সরাসরি মন্তব্য এখনো প্রকাশ্যে আসে নি।