দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল গোটা দেশ। এই অবস্থায় লকডাউনের পথে হেঁটেছে বহু রাজ্য।
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা করেছেন। আবার, সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, যদি সংক্রমণের গতি আর না বাড়ে তাহলে ৩১ মে থেকে আনলক প্রক্রিয়া শুরু করবেন।
লকডাউন তোলার কথা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।
রবিবার একটি সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানিয়েছেন, ‘‘দিল্লিতে পজিটিভিটির হার ২.৫ শতাংশে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০০ জন সংক্রমিত হয়েছেন। লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩১ মে সকাল ৫টা পর্যন্ত করা হল। কিন্তু যদি এভাবেই সংক্রমণের ঘটনা কমতে থাকে তাহলে ৩১ মে থেকেই আনলক পর্যায় শুরু করা হবে। একবারেই সব কিছু খোলা হবে না। তবে ধীরে ধীরে প্রক্রিয়া মেনে তা করা হবে।’’
দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত হয়েছিল রাজধানী , তার জেরেই
গত এপ্রিল থেকেই লকডাউনের পথে হেঁটেছিল দিল্লি। এবার সংক্রমণ কমছে। একই সঙ্গে টিকাকরণের গতিও বাড়িয়েছে কেজরিওয়াল সরকার।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন,তাঁর রাজ্যে সংক্রমণের হার নিয়ন্ত্রণে এসেছে তাই ১ লা জুন থেকে রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেছেন ‘‘রাজ্যকে তো চিরকার লক করে রাখা সম্ভব নয়। আগামী কিছুদিনের মধ্যে ধীরে ধীরে আমরা নিষেধাজ্ঞা তুলে নেব।’’