দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনার মত মহামরির এই কঠিন সময় রাশিয়া সর্বপ্রথম কোভিড ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়েছে। গত সপ্তাহে রাশিয়া সর্বপ্রথম কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন করে। এছাড়াও রাশিয়া ভারতে তাদের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ তৈরি করতে আগ্রহী হয়েছে।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড রাশিয়ার করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরিতে অর্থ জোগান দিচ্ছেন। আরডিআইএফ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ বলেছেন, “মস্কো ভারতে কোভিড-১৯ ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরি করতে আগ্রহী হয়েছে।” রাশিয়ায় কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ টি মস্কোর গামালেয়া ইন্সটিটিউটে তৈরু হচ্ছে।
একটি সর্বভারতীয় গণমাধ্যমের তথ্যসূত্রে জানা গিয়েছে যে, কিরিল দিমিত্রিভ জানিয়েছেন রাশিয়া কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ তৈরির জন্য ভারতের নিয়ন্ত্রক এবং নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করছেন। দিমিত্রিভ বলেছেন,” আমরা সব রকম ভাবে ভারত, ভারতীয় বিজ্ঞনী এবং ভারতীয় নির্মাতাদের সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা করছি যাতে তারা আমাদের প্রযুক্তি বুঝতে পারে।”
দিমিত্রিভ আরও জানিয়েছেন, ভারতে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করার ক্ষমতা রয়েছে। তাই রাশিয়া ভারতে এই ভ্যাকসিন উৎপাদন করার জন্য সহ উৎপাদন অংশীদার হিসেবে ভারতকে পাশে চাইছেন।
কিরিল দিমিত্রিভ আরও বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কমেন্ট করতে দেখেছি যে ভারত তাদের দেশে এই ভ্যাকসিন উৎপাদন করতে একদম প্রস্তুত। ইতিমধ্যে ভারতে ভ্যাকসিন তৈরির জন্য প্রচুর পরিমানে সংস্থা বিনিয়োগ করেছে এবং ভারতে ইতিমধ্যে ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা বিদ্যমান রয়েছে। সুতরাং মস্কো ভারতে এই ‘স্পুটনিক-ভি’ তৈরির জন্য আগ্রহী।”
আরডিআইএফ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন যে , ভারত এই রাশিয়ান করোনা ভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্যও উন্মুক্ত রয়েছে। তিনি বলেছেন রাশিয়া আরও ২০ টি দেশের সঙ্গে একজোট হয়ে ভ্যাকসিন তৈরি করতে উদ্যোগ নিয়েছে। বিশ্বব্যাপী উৎপাদক অংশীদারদের সাথে এই ভ্যাকসিনকে সাশ্রয়ী মূল্য এবং সহজলভ্য করার চেষ্টায় রাশিয়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারত সহ ২০ টি দেশের সাথে যোগাযোগ করে চলেছে।